ভোডাফোন Xiaomi Redmi 4 এর সঙ্গে ফ্রি 45GB ডাটা দিচ্ছে
এই ফোনটির সঙ্গে ভোডাফোন 5 মাসের জন্য 45GB ডাটা দিচ্ছে
আপনি যদি Xiaomi Redmi 4 কেনার কথা ভাবছেন তবে আপনাদের জন্য একটি খুব ভাল খবর আছে। আসলে আপনি যদি Xiaomi Redmi 4 অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে কেনেন তবে এই ফোনটির সঙ্গে ভোডাফোন 5 মাসের জন্য 45GB ডাটা দিচ্ছে। তবে এই ফ্রি ডাটা পেতে হলে ইউজার্সকে 1GB ডাটা কিনতে হবে। 1GB ডাটা নিলে আগামী 5 মাসের জন্য ভোডাফোন ইউজার্সদের 9GB ডাটা দেবে।
আপনাদের বলে রাখি যে, Xiaomi Redmi 4 এর পরবর্তী সেল 6 জুন দুপুর 12টায় অ্যামাজনে হবে। এই স্মার্টফোনটির তিনটি ভেরিয়েন্ট আছে। সেগুলি হল- 2GB র্যাম এর সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ, 3GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ আর 4GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ। এউ ফোনগুলির দাম যথাক্রমেঃ Rs. 6,999, 8,999 আর Rs. 10,999।
Xiaomi Redmi 4 এ 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 296ppi। ফোনটির সামনের দিকে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাটারি 4100mAh। কোম্পানির দাবি অনুসারে এটি 2 দিন অব্দি কল করতে পারে। এর স্ট্যান্ডবাই টাইম 18 দিনের বলা হয়েছে। এই ফোনটিতে 13MP র PDAF ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি দিয়ে ফুল HD 1080p ভিডিও রেকর্ডিং করা যায়। এটি 5-পলিমিটার যুক্ত। এই ফোনের সামনের দিকের ক্যামেরা 5MP মেগাপিক্সালের।
এটি ডুয়াল সিম ফোন আর এটিতে 4G VoLTE’র সাপোর্ট আছে। এছাড়া এর ওজন 150 গ্রাম আর এর থিকনেস 8.65mm। এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়- ব্ল্যাক আর গোল্ড।