Vivo’র এই ফোনটিতে ফ্লিপ-আপ ক্যামেরা আর ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

Updated on 08-Feb-2018
HIGHLIGHTS

এই ফোনটি কোম্পানির লেটেস্ট টেকনলজির ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

এই সপ্তাহের শুরুর দিকে Vivo’র একটি নতুন স্মার্টফোন অনলাইনে দেখা গেছিল। এই ফোনটিতে ফুল স্ক্রিন ডিজাইন দেখা গেছিল, আর এর সাইডও বেশ পাতলা দেখতে ছিল। আএর এবার একটি লিকে আরও একবার এই ফোনটির লুকের নতুন লিক দেখা গেছে। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে অ্যামাজনের এই ডিল গুলি দেখতে পারেন

এই নতুন ছবিটি দেখে মনে হচ্ছে যে এই ফোনটির ডিজাইন বেস স্লিম হবে। এর নীচের দিকের সাইড তুলনায় একটু বড় হবে। আর এর সাইড বেশ পাতলাই হবে।

এর সঙ্গে এরকম অনুমানও করা হচ্ছে যে এই ফোনটি ফ্লিপ-আপের সঙ্গে আসবে, যা ফোনের রেয়ার অন্সঘে প্লেস করা হয়েছে। এত ক্যামেরা রেতার এর ফ্রন্ট দুই দিক থেকেই ছবি তুলতে পারবে।

আর এর সঙ্গে এই ফোনটিতে কোম্পানির লেটেস্ট টেকনলজি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এই ফোনটিতে 6-ইঞ্চি বা 6.43-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

সোর্সঃ

Connect On :