VIVO Z6 5G মোবাইল ফোনে 48MP র কোয়াড ক্যামেরা থাকবে

Updated on 28-Feb-2020
HIGHLIGHTS

Vivo Z6 5G স্মার্টফোনটিতে আপনারা 48MP র কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন

আর এর সঙ্গে এই ফোনে 20:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন

ফোনে ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্স আর ডেপথ সেন্সারের সঙ্গে আসবে

Vivo Z6 5G আজকে মানে 28 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে আর এর আগে এই ফোনের একটি টিজার স্মানে এসেছে। এই ফোনে প্রথম কোয়ুয়াড ক্যামেরা সেটআপ আসবে আর এই ফোনের স্পেক্সও জানা গেছে। কোম্পানি অনুসারে Vivo Z6 5G ফোনে 48MP র মেন ক্যামেরা থাকবে। আর এই ফোনের মেন ক্যামেরা একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ম্যাক্রো লেন্স আর ডেপথ ফিল্ড সেন্সারের সঙ্গে ফোনে আসবে।

ভিভো তাদের ওয়েবো পেজের একটি টিজার পোস্ট করেছে আর এখানে লঞ্চের আগে Vivo Z6 5G ফোনের বিষয়ে জানা গেছে। এই টিজারে ফোনের রেয়ার ক্যামেরা দেখা গেছে। আর এখানে আপনারা ফোনটিতে দকেহতে পারবেন যে ফোনের বাঁ দিকে একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেখা গেছে। আর এই সেন্সার আপনারা L শেপে পাবেন।

অন্য একটি টিজারে এই ফোনের ফোল পাঞ্চ দেখা গেছে যেখানে ফোনের স্ক্রিনের ওপরে ডান দিকে সেলফি ক্যামেরা কাটআউট আছে। আর ফোনে 90.74 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে 20:9 অ্যাস্পেক্ট রেশিওর স্ক্রিন দেওয়া হয়েছে।

আপনাদের বলে রাখি যে প্রথমে জানা গেছে যে এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 765G প্রসেসার, 5000W ব্যাটারি আর 44W ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন। আর ফোনে পাবেন 6.57 ইঞ্চির স্ক্রিন সাইজ।

Connect On :