VIVO Z6 5G স্ন্যাপড্র্যাগন 765 SoC র সঙ্গে চিনে লঞ্চ হয়েছে

VIVO Z6 5G স্ন্যাপড্র্যাগন 765 SoC র সঙ্গে চিনে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

Vivo Z6 5G ফোনে আছে 6.57 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে

আর এই ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা

Vivo Z6 5G ফোনটি চিনে প্রাথমিক দাম CNY 2,198 ( আনুমানিক 22,000 টাকা)

ভিভো তাদের Z সিরিজের নতুন ফোন লঞ্চ করেছে। এই Vivo Z6 5G চিনে লঞ্চ হয়েছে। আর এই ফোনে আছে লিকুইড কুলিং প্রযুক্তি আর এর সঙ্গে এই ফোনে আপনারা পাবেন কপার কয়েল আর থার্মাল জেল যা গেমিংয়ের সময়ে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্র করে।

Vivo Z6 5G ফোনের স্পেসিফিকেশান

এই Vivo Z6 5G ফোনটিতে আপনারা 6.57 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন যা 20:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে আছে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G SoC যা 8GB র‍্যামে এসেছে। এই ফোনে আছে ফানটাচ OS যা অ্যান্ড্রয়েড 10 নির্ভর। আর এই ফোনটিতে মাল্টি টার্বো 3.0 গেম এপ্সে 3.30 ভাল রিসোর্স ম্যানেজমেন্ট আর পার্ফর্মেন্সের জন্য দিয়েছে।

আর এই ফোনের ফ্রন্টে আছে একটি হ্যান্ডসেট যা কোয়াড রেয়ার ক্যামেরা দিচ্ছে আর এটি 48MP র প্রাইমারি ক্যামেরা দিচ্ছে সঙ্গে f/1.9 অ্যাপার্চার আছে আর সঙ্গে আছে একটি 8Mp র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর সঙ্গে 2MP র ম্যাক্রো লেন্স আর একটি 2MP র ডেপথ সেস্নার। ফোনে আছে একটি 16MP র সেলফি ক্যামেরা।

এই ফোনে আছে 128GB র স্টোরেজ। আর ফোনে আছে 5000mAh য়ের ব্যাতারি যা 44W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনের ব্যাটারি 35 মিনিটে 0-70% চার্জ হয়ে যায় বলা হচ্ছে।

Vivo Z6 5G য়ে দাম

এই Vivo Z6 5G ফোনটি চিনে প্রাথমিক দাম  CNY 2,198 ( আনুমানিক 22,000 টাকা)য় পাওয়া যাচ্ছে যা এর 6GB/128GB ভেরিয়েন্টের দাম। আর এই ফোনে এর সঙ্গে আছে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ যা আপনারা CNY 2,598( আনুমানিক 26,000) টাকায় পাবেন। আর এই ফোনটি ভারতে আসবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo