5000mAh য়ের ব্যাটারি আর ট্রিপেল ক্যামেরার সঙ্গে এল VIVO Z5X

Updated on 27-May-2019
HIGHLIGHTS

5000mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন

1 জুন থেকে ফোনটি বিক্রি করা হবে

চারটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

Vivo Z5X স্মার্টফোনটি চিনে লঞ্চ করা হয়েছে। আর এই মিড রেঞ্জ স্মার্টফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে, বড় ব্যাটারি, ট্রিপেল রেয়ার ক্যামেরা যুক্ত ফোন। আর এখনও এটা বলা যাচ্ছে না যে এই ফোনটি ভারতে কবে লঞ্চ হবে বা আদৌ  লঞ্চ হবে কিনা। চিনে এই ফোনটি 1 জুন থেকে বিক্রি করা হবে।

Vivo র এই লেটেস্ট স্মার্টফোনটিতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এর দাম RMB 1,398 (প্রায় 14,400 টাকা)। আর এছাড়া 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,498 (প্রায় 15,400 টাকা)। আর এছাড়া 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি RMB 1,698 (প্রায় 17,400টাকায়) লঞ্চ করা হয়েছে আর সেখানে এই ফোনের সব থেকে বড় ভেরিয়েন্ট 8GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টে RMB 1,998 (প্রায় 20,500টাকা) লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি অনলাইন স্টোর Tmall.comআর Suning.comয়ের মাধ্যমে বিক্রি করা হবে।

 

কোম্পানির এই মিড রেঞ্জ স্মার্টফোনটি তিনটি কালারে এসেছে যা ওরিও, এক্সট্রিপ নাইট ব্ল্যাক আর ফ্যান্টম ব্ল্যাক কালারের। স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 710 অক্টা কোর SoC যুক্ত। আর এই ডিভাইসে স্টোরেজ এক্সপেন্ড করার জন্য মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে আর এর মাধ্যমে স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Vivo Z5X ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 য়ে কাজ করবে। আর এই ডিভাইসে 6.53 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিশান 1080×2340 পিক্সাল।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে একটি 16 মেগাপিক্সলাএর প্রাইমারি সেন্সার দেওয়া হবে যা f/1.78 অ্যাপার্চার, 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা f/2.2 অ্যাপার্চার আর তৃতীয় ক্যামেরা 2MP র ডেপথ সেন্সার যুক্ত যা f/2.4 অ্যাপার্চারের আর এই ফোনে একটি 16MP র সেলফি ক্যামেরা আছে আর এই ফোনে আপনারা 5,000mAh য়ের ব্যাটারি পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে ডুয়াল সিম Wi-Fi ব্লুটুথ, GPS, 4G LTE আছে আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :