ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল VIVO Z51

Updated on 28-Nov-2019
HIGHLIGHTS

8GB র‍্যাম আর 128GB স্টোরেজের ডিভাইস

ফোনে ট্রিপেল ক্যামেরা আছে

ভিভো চিনে তাদের Z সিরিজের নতুন ফোন Vivo Z5i লঞ্চ করেছে আর Vivo Z5i ফোনের দাম 1,798 Yuan (প্রায় 18,300 টাকা। আর এই ডিভাইসটি Vivo U3র রিব্র্যান্ড। Vivo U3 ফোনটি গত মাসে চিনে লঞ্চ করা হয়েছিল। আর এই ডিভাইসটি ভারতে সম্প্রতি Vivo U20 নামে লঞ্চ করা হয়েছে।

Vivo Z5i 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের ফোন। আর এই ফোনে আছে জেড ব্লু আর ওসিয়ান ব্ল্যাক কালার। আর এই ফোনটি চিনে ভিভোর অনলাইন স্টোরে কেনা যাবে।

Vivo Z5i ফোন টিতে 6.53 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এটি ফুল HD+ রেজিলিউশানের ফোনে আর এই ফোনে আছে 1080 x 2340 পিক্সাল রেজিলিউশান। আর এই ফোনের টপে ওয়াটার ড্রপ নচ আছে আর এটি স্ক্রিন টু বডি রেশিও  90.30। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার যুক্ত,। আর এই ফোনে আপনারা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

এই  Vivo Z5i ফোনটিতে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন যা 16MP র প্রাইমারি সেন্সার যুক্ত আর এটি f/1.78 অ্যাপার্চার যুক্ত আর এর সঙ্গে এই ফোনের 8MP র আল্ট্রাওয়াইড সেন্সার আছে যার অ্যাপার্চার f/2.2। আর এই ফোনে আছে 2MP র ম্যাক্রো সেন্সার আর ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা। আর এই ফোনের ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর  Funtouch OS 9.2 তে কাজ করে,। আর এই ফোনে আপনারা  পাবেন একটি 5000mAh য়ের ব্যাটারি আর যা 18W ফাস্ট চার্জ দেয়।

ভায়াঃ

Connect On :