Vivo Y93 র 3GB র‍্যাম ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ হল , দাম 12,990 টাকা

Updated on 08-Jan-2019
HIGHLIGHTS

Vivo Y93 ফোনটি লঞ্চ করা হয়েছিল আর এবার এই ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টটি ভারতে এল আর এর দাম 12,990 টাকা রাখা হয়েছে

সম্প্রতি Vivo ভারতে তাদের Y সিরিজের Vivo Y93 ফোনটি লঞ্চ করেছিল এটি 4GB র‍্যামের সঙ্গে 13,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এবার কোম্পানি এই ফোনের 3GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে এর দাম 12,990 টাকা। আর এই স্মার্টফোনটি চিনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 SoC  র সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর পরে ভারতে এটি মিডিয়াটেক হেলিও P22 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

Vivo Y93 ফোনটি ভারতের অফিসিয়াল ওয়েবসাইট আর অফলাইন রিটেল চ্যানেলে পাওয়া যাবে আর এটি স্টারি নাইট আর নেবুলা পার্পেল কালার অপশানে কেনা যেতে পারে।

Vivo Y93 ফোনটির স্পেসিফিকেশান

আমরা যদি এই ফোনটির ডিসপ্লে ইত্যাদির বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে এই ফোনটি চিনের পরে ভারতে লঞ্চ করা হয়েছে, আর এর ফিচার্সের মধ্যে বেশি কিছু পার্থক্য দেখা যায়নি। এই ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির HD+ 720×1580 পিক্সালের একটি Halo FulView ডিসপ্লে আছে আর এটি 19:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত।

আর আমরা যদি এই ফোনের অন্য স্পেকস আর ফিচার্স দেখি তবে এই ফোনে আপনারা একটি অক্টা-কর মিডিয়াটেক Helio P22 চিপসেট পাবেন। আর চিনে এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে আর এটি ডুয়াল সিম সাপোর্ট করে।

আমরা যদি Vivo Y93 ফোনটির ক্যামেরা দেখি তবে এই ফোনে আপনারা একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। আর এতে একটি 13MP আর এর একটি 2MP র ক্যামেরা কম্বো পাবেন। আর এছাড়া এই ফোনে ফ্রন্টে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে 4,030mAh য়ের ব্যাটারি আছে।

Connect On :