Vivo Y81i য়ের সঙ্গে RealMe U1 য়ের স্পেসিফিকেশানের তুলনা
আজকে আমরা Vivo Y81i ফোনটির সঙ্গে RealMe U1 ফোনটির তুলনা করে দেখব যে এই দুটি বাজেট ফোনের মধ্যে কোনটি সেরা
Vivo Y81i ফোনটি কিছুদিন আগে ভারতে 6.21 ইঞ্চির স্ক্রিন আর মিডিয়াটেক হেলিও চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির ভারতে দাম 8,490 টাকা। আর অন্য দিকে আমাদের কাছে আছে RealMe U1 ফোনটি যা প্রথম ফোন যাতে কোম্পানি মিডিয়াটেক হেলিও P70 প্রসেসার দিয়েছে, আর এর সঙ্গে এই ফোনে ওয়াটার ড্রপ নচ আছে। আর আজকে আমরা এই দুটি ফোনের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব জে এদের মধ্যে কোন ফোনটি স্পেক্স কেমন আর আপনাদের কেনার জন্য কোন ফোনটি বেশি ভাল।
এই দুটি ফোনের মধ্যে RealME U1 ফোনটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে যুক্ত যা ওয়াটার ড্রপ নচ যুক্ত ফোন। আর এই ফোনটির সঙ্গে তুলনায় থাকা Vivo Y81 ফোনটি একটু ছোট 6.22 ইঞ্চির ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 720×1520 পিক্সাল।
আর এর পরে যখন প্রসেসারের বিষয়ে কথা বলা হবে তখন দেখব যে Realme U1 ফোনটি বিশ্বের প্রথম ডিভাইস যা মিডিয়াটেক হেলিও P70 প্রসেসারের সঙ্গে এসেছে আর এই ফোনে 3GB র্যামের সঙ্গে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর অন্য দিকে Vivo Y81i ফোনটিতে মিডিয়াটেক হেলিও P60 অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে যার ক্লক স্পিড 2.0GHz। আর এই ফোনে 2GB র্যামের স্নবগে 16GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
আর ক্যামেরার ক্ষেত্রে Realme U1 ফোনটিতে আপনারা ডুয়াল 13MP+2MP র রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর Vivo V81i ফোনটিতে ব্যাক সাইডে একটি 13MPর সেন্সার দেওয়া হয়েছে আর এর সঙ্গে ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।
RealME U1 ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে 4GB/64GB আর 3GB/32GB। আর অন্য দিকে Vivo Y81i ফোনে আপনারা একটি ভেরিয়েন্ট পাবেন 2GB/16GB।
RealME U1 ফোনটিতে 3GB/32GB ভেরিয়েন্টের দাম ভারতে 11,999 টাকা আর অন্য দিকে Vivo Y81i ফোনটির দাম 8,490 টাকা।