5 সেরা ফিচার সহ Vivo Y78+ 5G লঞ্চ, জানুন কী রয়েছে বিশেষ

5 সেরা ফিচার সহ Vivo Y78+ 5G লঞ্চ, জানুন কী রয়েছে বিশেষ
HIGHLIGHTS

এটি Vivo Y সিরিজের প্রথম স্মার্টফোন যেতে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে

Vivo Y78+ স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে

Vivo Y78+ 5G ফোনে পাওয়ার দিতে 4,500mAh ব্যাটারি অফার করা হয়েছে

Vivo কোম্পানি লেটেস্ট স্মার্টফোন Vivo Y78+ 5G চিনের বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। এটি কোম্পানির Y সিরিজের প্রথম স্মার্টফোন যেতে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি আরও একগুচ্ছ ফিচার সহ বাজারে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে ফোনে…

Vivo Y78+ 5G ফোনের 5 সেরা ফিচার

ডিসপ্লে

6.78-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে Vivo Y78+ 5G স্মার্টফোনে, যা 1080 x 2400 পিক্সেলের ফুল HD+ রেজোলিউশন অফার করে।

পারফরম্যান্স

Vivo Y78+ ফোনে Snapdragon 695 চিপসেট অফার করা হয়েছে, যা 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজের সাথে আসে। ফোনটি OriginOS OS 3 UI এর সাথে Android 13 অপারেটিং সিস্টামে চলে।

Vivo Y78 plus 5G

ক্যামেরা

ফটোগ্রাফি হিসাবে Vivo Y78+ স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে iOS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়ার ক্যামেরাতে ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

ব্যাটারি

Vivo Y78+ 5G ফোনে পাওয়ার দিতে 4,500mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি অপশন

Vivo Y78+ 5G ফোনে ডুয়াল সিম, 5G সাপোর্ট সহ Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.1, GPS, একটি USB-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo