Price Drop: 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Vivo 5G ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত

Updated on 08-Aug-2024
HIGHLIGHTS

Vivo Y58 5G চলতি বছরে জুন মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল

কোম্পানি এখন ভিভো ওয়াই58 5জি ফোনের দাম কমিয়ে দিয়েছে

যদি Amazon Great Freedom Festival Sale এ এই ফোনটি কিনতে চান তবে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন

Vivo Y58 5G চলতি বছরে জুন মাসে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। ভিভো ওয়াই58 5জি ফোনটি কোম্পানি Y-series এর আওতায় আসে। এটি এই সিরিজের প্রথম স্মার্টফোন যা 6000mAh এর বড় ব্যাটারি সহ আসে। কোম্পানি এখন এই ফোনের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই58 5জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Vivo Y58 5G ফোনের ভারতে নতুন দাম কত

আরও পড়ুন: Amazon Great Freedom Festival Sale: 82 শতাংশ সস্তায় কিনুন ব্লুটুথ কলিং সহ SmartWatch

তবে আপনি যদি Amazon Great Freedom Festival Sale এ এই ফোনটি কিনতে চান তবে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাবেন। এই হিসেবে ফোনের দাম 2000 টাকা কমে যাবে।

ভিভো ওয়াই58 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে হিসেবে ভিভো ওয়াই58 5জি ফোনে 6.72-ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এটি FHD+, 120Hz রিফ্রেশ রেট এবং 1024 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে ভিভো ওয়াই58 5জি ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP পোট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ভিভো ওয়াই58 5জি ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Airtel vs Jio: 200 টাকার কমে 28 দিনের ভ্যালিডিটি এবং আনলিমিটেড কল, এয়ারটেল প্ল্যানে কুপোকাত জিও

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :