Vivo Y58 5G India Launched: ভারতে লঞ্চ হল বাজেট ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে

Vivo Y58 5G India Launched: ভারতে লঞ্চ হল বাজেট ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা রয়েছে
HIGHLIGHTS

Vivo Y58 5G বাজেট স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 জিবি RAM মতো দুর্দান্ত ফিচার সহ আনা হয়েছে

ফোনের একমাত্র ভ্যারিয়্যান্ট 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 19,499 টাকা রাখা হয়েছে

Vivo Y58 5G বাজেট স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট ভিভো ফোনটি দুর্দান্ত ডিজাইন এবং পাওয়ারফুল ফিচার সহ চালু করা হয়েছে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে 6000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 জিবি RAM মতো দুর্দান্ত ফিচার সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মোবাইলের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Vivo Y58 5G ফোনের ভারতীয় দাম কত এবং বিক্রি কবে

ভারতীয় বাজারে ভিভোর নতুন স্মার্টফোন Y58 5G সিঙ্গেল স্টোরেজ অপশনে আনা হয়েছে। ফোনের একমাত্র ভ্যারিয়্যান্ট 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 19,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: realme GT 6 5G Price: 16GB RAM, 6000 নিট পিক ব্রাইটনেস সহ রিয়েলমি জিটি ৬ ভারতে লঞ্চ, OnePlus, Xiaomi ফোনকে দেবে টেক্কা

নতুন ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনটি সবুজ এবং নীল রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে। ফোনের বিক্রি ভিভো কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল আউটলেট থেকে শুরু হয়েছে।

Vivo Y58 5G
ফোনের একমাত্র ভ্যারিয়্যান্ট 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 19,499 টাকা রাখা হয়েছে

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে 6.72-ইঞ্চি FHD+ HD LCD ডিসপ্লে দেওয়া। এটি 2408×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে কোয়ালকম Snapdragon4 Gen 2 চিপসেট দেওয়া।

RAM এবং স্টোরেজ: ফোনে 8GB পর্যন্ত RAM এর সাথে অতিরিক্ত 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে এতে 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP এর আরেকটি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

ব্যাটারি: এই ভিভো ফোনকে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: Airtel 279 টাকার নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ, এক মাসের বেশি ভ্যালিডিটি এবং আনলিমিটেড কলিং সহ ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo