Vivo -এর তরফে ফের একটি নতুন ফোন নিয়ে আসা হল দেশে। এটি একটি মিড রেঞ্জের ফোন। Y সিরিজের এই ফোনটির নাম Y56। ভারতে সদ্য লঞ্চ যাওয়া এই ফোনটিতে আছে একটি দারুন ডিজাইন সহ দারুন সব ফিচার। এখানে এক্সটেন্ডেড RAM 3.0 -এর সুবিধা পাওয়া যাবে। সঙ্গে থাকবে দুর্দান্ত ক্যামেরা সেট আপ। সুপার নাইট ক্যামেরার সাহায্যে উঠবে ফাটাফাটি ছবি। সঙ্গে থাকবে 5000mAh ব্যাটারি। এই নতুন ফোনের সম্পর্কে ভিভো ইন্ডিয়ার যিনি হেড অফ ব্র্যান্ড স্ট্র্যাটেজি সেই যোগেন্দ্র শ্রীরামুলা বলেন, আমরা ভীষণই আনন্দিত যে আমাদের Y সিরিজের আরও একটি নতুন ফোন দেশে আনতে পারলাম। যুব সমাজের কথা মাথায় রেখে এই ফোনটিকে আনা হয়েছে। Y সিরিজের এটাই প্রথম 5G ফোন যেটার দাম কিনা 20,000 টাকার মধ্যেই রাখা হয়েছে। আমরা এই Vivo Y56 ফোনটির সাহায্যে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছতে চাইছি।
ভারতে এই ফোনটি লঞ্চ হয়েছে 19,999 টাকায়। এই টাকায় 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল মিলবে। এটি Vivo -এর E-Store সহ সমস্ত রিটেল দোকানেও উপলব্ধ হবে। এটি দুটো রঙে উপলব্ধ হয়েছে। একটি হল অরেঞ্জ শিমার, আরেকটি হল ব্ল্যাক ইঞ্জিন। যাঁরা ICICI বা SBI কিংবা Kotak ব্যাংকের কার্ড ব্যবহার করে কিনবেন তাঁরা 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
এই ফোনে আছে একটি 6.58 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড 13 সহ MediaTek Dimensity 700 প্রসেসর। এটি একটি 5G চিপসেট যার সঙ্গে 8 GB RAM যুক্ত করা আছে। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ একটি 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। এছাড়া এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এছাড়া সেলফি তোলার জন্য এই ফোনে আছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
Vivo Y56 ফোনটির ক্যামেরার বিষয় আলাদা করে বলতেই হবে। এখানে আছে একটি সুপার নাইট মোড ক্যামেরা যার সাহায্যে রাতেও দুর্দান্ত ছবি তোলা যাবে। সঙ্গে আছে একটি বোকে ফ্লেয়ার পোট্রেট ক্যামেরা। সবটা মিলিয়েই এই ফোনের সাহায্যে যে দুর্দান্ত মানের ছবি তোলা যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।