Vivo Y56 এবং Vivo Y16 ফোন দুটোর দাম এখন অনেকটাই কমানো হল দেশে। চলতি বছরের ফেব্রুয়ারি লঞ্চ হয় Vivo Y56 ফোনটি। এখানে MediaTek Dimensity 700 প্রসেসর রয়েছে স্মুদ পারফরমেন্সের জন্য। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে একটি।
অন্যদিকে Vivo Y16 ফোনটি গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল। এটি পরিচালিত হয় MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে। এখানেও 5000mah ব্যাটারি আছে। Vivo Y16 ফোনটি দুটো স্টোরেজ মডেলে উপলব্ধ রয়েছে বাজারে, অন্যদিকে Vivo Y56 ফোনটির একটি স্টোরেজ মডেল আছে। এই দুটো ফোনের দাম কমেছে এবার।
Vivo Y56 ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এবার থেকে 18,999 টাকায় কেনা যাবে। এটি যখন লঞ্চ করেছিল তখন এটির দাম ছিল 19,999 টাকা। এটি গ্রাহকরা অরেঞ্জ শিমার এবং ব্ল্যাক ইঞ্জিন রঙে কেনা যাবে। একাধিক ব্যাংক কার্ড দিয়ে কেনাকাটা করলে অতিরিক্ত 2,000 টাকার ছাড় পাবেন এই ফোনের উপর।
অন্যদিকে Vivo Y16 ফোনটির দামও 1,000 টাকা কমানো হয়েছে। এবার 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম শুরু হবে 10,999 টাকা থেকে। 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে 12,999 টাকা।
এই ফোনটি গ্রাহকরা ড্রিজলিং গোল্ড এবং স্টেলার ব্ল্যাক রঙে কিনতে পারবেন। এখানে 1,000 টাকা ক্যাশব্যাক অফার সহ একাধিক ব্যাংকের কার্ডের উপর 2,000 টাকা ছাড় পাওয়া যাবে।
এই ফোনে 6.58 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে আছে যেখানে 1080X2408 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে, ফলে স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এই Vivo Y56 এ। 8 GB RAM আছে যা 16 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে, সঙ্গে 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এখানে।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mah ব্যাটারি পাবেন Vivo Y56 এ।
6.51 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে Vivo-এর এই ফোনে। এটি চলে MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। Vivo Y16 ফোনটিতে 5000mah ব্যাটারি আছে যা এক চার্জে 18 ঘণ্টা পর্যন্ত চলতে পারবে।