50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ Vivo লঞ্চ করল 5G Smartphone

50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ Vivo লঞ্চ করল 5G Smartphone
HIGHLIGHTS

Vivo-র এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে

Vivo Y55s 5G ফোনের দাম 1699 ইউয়ান (প্রায় 20,200 টাকা)

এতে 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারির মতো দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে

Vivo বাজারে নতুন হ্যান্ডসেট Vivo Y55s লঞ্চ করেছে। Vivo-র এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি চিনে লঞ্চ করেছে। চিনে এই ফোনের দাম 1699 ইউয়ান (প্রায় 20,200 টাকা)। ফোনটি তিনটি কালার অপশন- ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক কালার বিকল্পে পাওয়া যাবে এবং এতে 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারির মতো দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনে সম্পর্কে…

Vivo Y55s 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে, কোম্পানি 1080×2408 পিক্সেল রেজোলিউশন সহ 6.58-ইঞ্চি ফুল HD + LCD ডিসপ্লে অফার করছে। এই ডিসপ্লে 60Hz এর রিফ্রেশ রেট সহ আসে। কোম্পানি এই ফোনে 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.1 স্টোরেজ সহ লঞ্চ করেছে। প্রসেসর হিসেবে এই ফোনে MediaTek Dimensity 700 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, কোম্পানি Vivo Y55s ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সাথে আসা এই ফোনে 6000mAh ব্যাটারি সাপোর্ট করে, যা 18W ফাস্ট চার্জিং অফার করে। ডুয়াল সিম সাপোর্ট সহ, এই ফোনে 5G, Wi-Fi 5, ব্লুটুথ 5.1, GPS, মাইক্রো এসডিকার্ড স্লট এবং কানেক্টিভিটির জন্য 3.5mm হেডফোন জ্যাকের মতো অপশন রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo