vivo y39 5g
ভিভো এর তরফে ভারতে নতুন বাজেট ফোন Vivo Y39 5G লঞ্চ করেছে। এই ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার সহ বাজারে আনা হয়েছে। নতুন ডিভাইসের সবচেয়ে বড় হাইলাইট হল ফোনের 6500mAh ব্যাটারি। এছাড়া এতে BlueVolt টেকনোলজি সাপোর্ট দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে পাঁচ বছর পর্যন্ত সেরা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
ভিভো ওয়াই39 5G ফোনে ডিউরাবিলিটি বিল্ড কোয়ালিটি অফার করা হচ্ছে এবং এটি মিলিট্রি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হচ্ছে।
ভিভো ওয়াই39 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা দামে আসে। এটি লোটস পার্পল এবং ওশিয়ান ব্লু কালার অপশনে আনা হয়েছে।
নতুন ভিভো ওয়াই39 5জি ফোনটি ভিভো স্টোর, Amazon এবং Flipkart এর সাথে রিটেল আউলেট থেকে বিক্রি করা হবে।
অফারের আওতায়, 6 এপ্রিল এর আগে ফোনটি কেনার ক্ষেত্রে গ্রাহকদের কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1500 টাকার ক্যাশব্যাক দেওয়া যেতে পারেন।
কোয়ালকম Snapdragon 4 Gen 2 চিপ সহ আসা স্মার্টফোনে 6.68-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস অফার করে। পাওয়ার দিতে ভিভো ফোনে 6500mAh এর ব্যাটারি সহ এটি 44W ওয়্যারড চার্জিং এবং রির্ভাস ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে 50MP মেইন ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ফ্রন্টে 8MP ক্যামেরা পাওয়া যাবে।