Vivo Y39 5G India price key specifications leaked ahead of launch
HIGHLIGHTS
Vivo ভারতে তার Y-series এর একটি নতুন স্মার্টফোন Vivo Y39 5G লঞ্চ করতে পারে
ভিভো ওয়াই39 5জি এর বিষয় Xpertpick এর মাধ্যমে টিপস্টার সুধানশু অম্ভোরে শেয়ার করেছে
ভিভো ওয়াই39 5জি স্মার্টফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হবে
রিপোর্ট অনুযায়ী, Vivo শীঘ্রই ভারতে তার Y-series এর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। এটি Vivo Y39 5G নামে আসবে। সম্প্রতি এই ফোনটি মালেশিয়া বাজারে চালু করা হয়েছে। এখন ভিভো ওয়াই39 5জি ফোনের প্রমোশনাল মার্কেটিং মাটেরিয়ার লিক হয়েছে, যেখান থেকে ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এছাড়া, আপকামিং স্মার্টফোনের অনুমানিত দামও জানা গেছে। বলে দি যে আপকামিং ভিভো ওয়াই39 5জি ফোনটি পুরনো Vivo Y36 5G এর আপগ্রেডেড ভার্সন হবে, যা 2023 সালে লঞ্চ হয়েছিল।
Vivo Y39 5G ফোনে কী থাকবে স্পেসিফিকেশন
ভিভো ওয়াই39 5জি এর বিষয় Xpertpick এর মাধ্যমে টিপস্টার সুধানশু অম্ভোরে শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হবে। তবে 256 জিবি স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা হবে।
লীক মার্কেটিং মাটেরিয়ার অনুযায়ী, এই স্মার্টফোন HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সহ আসবে।
ডিভাইসে সার্কুলার ক্যামেরা মডিউল হবে। এতে 50MP মেইন ক্যামেরা এবং 2MP বোকেহ সেন্সর দেওয়া হবে। সাথে এতে Aura LED ফ্ল্যাশও থাকবে। ফোনে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।
ভিভো ওয়াই39 5জি ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করবে বলে জানা গেছে। এটি 8GB RAM সহ 128GB/256GB স্টোরেজ মডেল চালু করা হবে।
লিক অনুযায়ী, ওয়াই39 5G সেগামেন্টে সবচেয়ে বড় 6500mAh এর ব্যাটারি হবে। এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ভারতে ভিভো ওয়াই39 5জি ফোনের দাম কত হবে
লিক থেকে জানা গেছে, ভিভো ওয়াই39 5জি ফোনের ভারতীয় মডেলেও একই স্পেসিফিকেশন দেওয়া হবে যা মালেশিয়া মডেলে দেওয়া হয়েছে। এই স্মার্টফোন মালেশিয়াতে MYR 1.099 (22,566 টাকা) দামে লঞ্চ হয়েছিল।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.