একধাপে কমে গেল Vivo এর সস্তা ফোনের দাম, 10 হাজার টাকার কমে 5000mAh ব্যাটারি এবং 50MP লেন্স
Vivo কোম্পানি তার Y সিরিজিরের দুটি ফোনের দাম কমিয়ে দিয়েছে
Y02t ফোনটি 9999 টাকার দামে লঞ্চ করা হয়েছিল, তবে ছাড়ের পর এটি 9,499 টাকা হয়ে যাচ্ছে
Vivo Y36 ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি এখন 15999 টাকায় কেনা যাবে
Vivo কোম্পানি তার Y সিরিজিরের দুটি ফোনের দাম কমিয়ে দিয়েছে। দাম কম হওয়ার পাশাপাশি, এতে ব্যাঙ্ক অফারও দেওয়ার হচ্ছে, যার পর এই ফোনটি আরও সস্তা দামে কেনা যাবে। Vivo এর এই ফোনগুলি হল Vivo Y36 এবং Vivo Y02t ফোন। বলে দি যে ভিভোর এই দুটি ফোন কিছু মাস আগেই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।
Vivo Y36 এবং Vivo Y02t স্মার্টফোনের দাম কত কম হয়েছে
Vivo Y02t নতুন দাম
Y02t এর কথা বললে এই ফোনের দামও কমিয়ে দেওয়া হয়েছে। ফোনটি 9999 টাকার দামে লঞ্চ করা হয়েছিল, তবে ছাড়ের পর এটি 9,499 টাকা হয়ে যাচ্ছে।
Presenting the stylish vivo Y36 and vivo Y02t at exciting new prices. Hurry up and get yours now!
Buy now: https://t.co/r199gTsoxo#ItsMyStyle #vivoYSeries #BuyNow #vivoY36 #vivoY02t pic.twitter.com/lb2wfRhTOS
— vivo India (@Vivo_India) September 1, 2023
এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশন কিনেত পারবেন। ফোনটি ই-কমার্স সাইট Flipkart সহ কোম্পানির অফিসিয়াল সাইট থেকেও কেনা যাবে।
Vivo Y36 নতুন দাম
ভিভো ঘোষণা করেছে যে Vivo Y36 ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি এখন 15999 টাকায় কেনা যাবে। তবে এই ফোনের লঞ্চ প্রাইস 16999 টাকা রাখা হয়েছিল।
কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকার ক্যাশব্যাকও অফার করছে। যার পর এই ফোনের দাম কমে আরও কম হয়ে যাচ্ছে, যা হবে 14,999 টাকা। ফোনটি ই-কমার্স সাইট Flipkart সহ কোম্পানির অফিসিয়াল সাইট থেকেও কেনা যাবে।
Vivo Y02t ফোনে কী ফিচার রয়েছে
10,000 টাকার কম দামের এই Vivo Y02t ফোনে 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে মিডিয়াটেক হেলিও P35 অক্টা-কোর প্রসেসর দেওয়া। ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরজে এর সাথে কেনা যাবে। এতে 4GB এর ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া। ফটোগ্রাফির জন্য় LED FLash সহ 8MP এর সিঙ্গেল রিয়ার সেন্সর এবং 5MP ফ্রন্ট সেন্সর দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Vivo Y36 ফোনে কী ফিচার রয়েছে
Vivo Y36 ফোনে 6.64-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া। এতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ফোনে কোয়ালকম Snapdragon 680 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করে। এতে 8GB এর ভার্চুয়াল RAM ও দেওয়া হয়েছে। ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল রিয়ার সেন্সর, যা 50MP প্রাইমারি সেন্সর সহ 2MP বোকেহ লেন্স সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় এতে 16MP ফ্রন্ট সেন্সর রয়েছে। ফোনকে চার্জ করবে 5000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile