হুড়মুড়িয়ে দাম কমল 50MP ক্যামেরা সহ Vivo এর দুর্দান্ত স্মার্টফোন,জানুন নতুন দাম কত

হুড়মুড়িয়ে দাম কমল 50MP ক্যামেরা সহ Vivo এর দুর্দান্ত স্মার্টফোন,জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

Vivo Y35 ফোনটি ভারতে গত বছর 18,499 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল

গ্রাহকরা ICICI, SBI, Yes Bank-এর মতো ব্যাঙ্ক কার্ডে 1000 টাকার ক্যাশব্যাকও পেতে পারেন

ফোনে Snapdragon 680 প্রসেসর এবং Android 12 সাপোর্ট দেওয়া হয়েছে

আপনিও যদি নতুন ফোন কেনার আগে সেল বা অফারের অপেক্ষা করছেন, তবে এটাই সুযোগ। আসলে Vivo Y Series এর একটি দুর্দান্ত ফোন হুরহুরিয়ে সস্তা হয়ে গেল। Vivo Y35 ফোনটি ছাড়ের পর 16,999 টাকায় কেনা যেতে পারে।

Vivo Y35 ফোনটি ভারতে গত বছর 18,499 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। গ্রাহকরা ICICI, SBI, Yes Bank-এর মতো ব্যাঙ্ক কার্ডে 1000 টাকার ক্যাশব্যাকও পেতে পারেন। ফোনের সাথে গ্রাহকদের V-Shield প্রটেকশন প্ল্যানও পাবেন। বলে দি যে ফোনের দাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কমানো হয়েছে।

আরও পড়ুন: Pad 6 লঞ্চের আগেই দাম কমলো Xiaomi Pad 5-এর, কেনার 3 আর না কেনার 2 কারণ দেখুন

Vivo Y35 এর স্পেসিফিকেশন

Vivo Y35 ফোনে 6.58-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেটি সহ আসে।

ফোনে Snapdragon 680 প্রসেসর এবং Android 12 সাপোর্ট দেওয়া হয়েছে।

Vivo Y35 ফোনে 8GB RAM পাওয়া যাবে। এছাড়া ফোনে 3GB পর্যন্ত ভার্চুয়াল RAM বাড়ানো যেতে পারে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেল দেওয়া। ফোনের ক্যামেরাতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট সহ আসে। এছাড়া ফোনে 2 ফোনে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo-Y35

আরও পড়ুন: ফোন এবং কম্পিউটারে ম্যালওয়্যার থাবা বসিয়েছে? বিপদ তাড়াতে বাছুন এই সরকারি টুলগুলো

Vivo Y35 ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 44W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে, এতে 4G, Wi-Fi, Bluetooth v5, GPS এবং GLONASS সহ USB Type-C পোর্টের সাপোর্ট রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo