500mAh ব্যাটারি যুক্ত VIVO Y3 লঞ্চ হয়েছে

500mAh ব্যাটারি যুক্ত VIVO Y3 লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

ফোনটি ট্রিপেল ক্যামেরা যুক্ত

মিড রেঞ্জের ফোন

5000mAh য়ের ব্যাটারি আছে ফোনে

Vivo তাদের Y সিরিজ এক্সপেন্ড করে তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo Y3 লঞ্চ করেছে। আর ডিভাইসটি JD.Com য়ে পাওয়া যাচ্ছে আর এর দাম Yuan 1,500 (প্রায় 15,000 টাকা) আর এই ফোনটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজে এসেছে। আর এই ডিভাইসটি দুটি রঙে পাওয়া যাবে এর মধ্যে একটি পিককক ব্লু আর অন্যটি পিচ পিঙ্ক কালার।

Vivo Y3 স্মার্টফনটিতে নতুন ই স্পোর্ট মোড 2.0 , ডুয়াল ইঞ্জিং ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড 9.0 পাই, মিডিয়াটেক হেলিও P35 প্রসেসার আছে। আর কোম্পানি এখনও জানায়নি যে এই ফোনটি আন্তর্জাতিক বাজারে আসবে কিনা।

Vivo Y3 ফোনটিতে 6.35 ইঞ্চির HD+ নচ আছে আর এই ফোনের রেজিলিউশান 1544×720 পিক্সাল। আর এই ফোনটি মিডিয়াটেক হেলিও P35 যুক্ত আরত এই ফোনে IMG PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।

এই ডিভাইসটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ডিভাইসটি গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.o পাই যুক্ত আর ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এটি ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।

Vivo Y3 ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে আর এটি একটি 13মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা যুক্ত আর এই ফোনে একটি 8 মেগাপিক্সালের আল্ট্রা ওয়াইড সেন্সার আছে আর একটি 2 মেগাপিক্সালের ডেপথ সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে সেলফির জন্য 16 মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর কানেক্টিভিটির জন্য ফনে 4G VolTE, ব্লুটুথ মাইক্রো USB আর 3.5mm হেডফোন জ্যাক আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo