Vivo কোম্পানি তার Y-Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে
রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ভিভো Y200e ফোনটি চলতি মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে
লিকে দাবি করা হয়েছে যে মোবাইল ফোনটি 20 হাজার টাকার কম দামে বাজারে এন্ট্রি নেবে
Vivo কোম্পানি তার Y-Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। চাইনিজ সংস্থা ভারতে Vivo Y200e 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগেই এই ফোনটি বেশ কয়েকটি জায়গায় লিস্ট করা হয়েছে। সার্টিফিকেশন সাইট থেকে এই ফোনের একাধিক স্পেসিফিকেশনও প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়….
কবে লঞ্চ হবে Vivo Y200e 5G
রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ভিভো Y200e ফোনটি চলতি মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হতে পারে। আশা করা হচ্ছে যে এই ফোনটি Vivo Y100 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসতে পারে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত এই ফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করা হয়েনি।
আপকামিং ভিভো স্মার্টফোনের একটি লিক টিপস্টার অভিষেক যাদবে এর তরফে শেয়ার করা হয়েছে। লিকে দাবি করা হয়েছে যে মোবাইল ফোনটি 20 হাজার টাকার কম দামে বাজারে এন্ট্রি নেবে।
আপকামিং Vivo ফোনের লিক স্পেসিফিকেশন
ভিভো Y200e ফোনে একটি 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যাবে। ফোনে AMOLED স্ক্রিন দেওয়া হবে, যা 1200 নিট ব্রাইটনস সহ আসতে পারে।
পারফরম্যান্সের জন্য, আপকামিং ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া যেতে পারে। এর সাথে 8 জিবি পর্যন্ত RAM পাওয়া যাবে। এছাড়া এতে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM থাকতে পারে। স্টোরেজ হিসেবে এতে 12GB জিবি সাপোর্ট থাকবে।
ক্যামেরা স্পেসিফিকেশনে কথা বললে, ফোনের প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের দেওয়া যেতে পারে। এটির সাথে 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরও আসতে পারে। সেলফির জন্য ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে।
ফোনে পাওয়ার দিতে ভিভো স্মার্টফোনে 5000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এটি কোম্পানির FunTouch OS 14-এ চলবে যা Android 14-এর উপর ভিত্তি করে হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.