VIVO Y19 তিনটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে

Updated on 04-Nov-2019
HIGHLIGHTS

ফোনে আছে 6GB র‍্যাম

এটি ভিয়েতনাম আর থাইল্যান্ডে লঞ্চ হয়েছে

ভিভো ভিয়েতনাম আর থাইল্যান্ডে তাদের নতুন  মিড রেঞ্জের ফোন Vivo Y19 লঞ্চ করেছে আর এই ডিভাইসে বড় ডিসপ্লে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনটি ভারতে কত দামে বা কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

Vivo Y19 য়ের স্পেসিফিকেশান

এই Vivo Y19 ফোনে আছে এক্ত্যি 6.53 ইঞ্চির FHD+ স্ক্রিন আছে আর এই ফোনের ওপরে আছে ওয়াটার ড্রপ নচ। ফোনে আছে হেলিও P65 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এতে আছে 6GB র‍্যাম আর 128GB র স্টোরেজ।

এই ফোনে আছে 16MP র প্রাইমারি ক্যামেরা 8MP র আল্ট্রা ওয়াইড ল্ক্যামেরা আর 2MP র ডেপথ ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে আছে 16MP র ক্যামেরা,

এই ফোনে আপনারা পাবেন এক্ত্যি 5000mAh য়ের ব্যাটারি। আর ফোনে আছে 18W ফাস্ট চার্জের সাপোর্ট, আর এটি 5W পর্যন্ত রিভার্স চার্জ সাপোর্ট করে।

Vivo Y19 য়ের দাম

এই ফোনটি আপনারা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পাবেন যা ভিয়েতনামে 4,990,000 VND (~$215) আর থাইল্যান্ডে THB 6,999 (~$232)দামে লঞ্চ করা হয়েছে।

সোর্সঃ

Connect On :