10 হাজার টাকার কম দামে Vivo লঞ্চ করল নতুন স্মার্টফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে

Updated on 13-Nov-2024
HIGHLIGHTS

ভারতে Vivo Y18t ফোনটি মাত্র 4GB RAM এবং 128GB স্টোরেজ এর সাথে লঞ্চ করা হয়েছে

ভারতে ভিভো ওয়াই18টি ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ এর সাথে 10 হাজার টাকার কম দামে লঞ্চ করা হয়েছে

ভিভো ওয়াই18টি ফোনটি Unisoc T612 চিপসেটে কাজ করে

ভিভো কোম্পানি ভারতীয় বাজারে চুপিসারে Vivo Y18t স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনকে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে কোম্পানি এতে IP54 এর রেটিং অফার করেছে। 10 হাজার টাকার কম বাজেটে বড় ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা এবং বড় ডিসপ্লে ফিচার অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Vivo Y18t ফোনের দাম কত

ভারতে ভিভো ওয়াই18টি ফোনটি মাত্র 4GB RAM এবং 128GB স্টোরেজ এর সাথে লঞ্চ করা হয়েছে। এটি 9499 টাকা দামে কেনা যাবে। ফোনটি জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে আনা হয়েছে। বর্তমানে এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান, 3 মাস পর্যন্ত আনলিমিটেড 5G ডেটা সহ সবকিছু ফ্রি

ভিভো ওয়াই18টি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

নতুন ভিভো ফোনে 6.56-ইঞ্চি HD + LCD ডিসপ্লে রয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট এবং 840 nits এর ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনে 4GB LPDDR4X RAM এবং 128GB eMMC 5.1 স্টোরেজ সাপোর্ট দেওয়া। ভিভো ফোনটি Unisoc T612 চিপসেটে কাজ করে।

কোম্পানি ভিভো ফোনে 8GB ভার্চুয়াল RAM ও দিয়েছে যার সাথে 8GB ফিজিক্যাল RAM রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ওয়াই18টি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার রয়েছে।

পাওয়ার দিতে ভিভো ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানির দাবি যে ফুল চার্জে ফোনটি 63 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে পারে।

আরও পড়ুন: 8000 টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দুর্দান্ত ছাড়ে কোথায় পাবেন জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :