5000mAh ব্যাটারি, ট্রিপেল রেয়ার ক্যামেরা নিয়ে VIVO Y15 লঞ্চ হয়েছে

5000mAh ব্যাটারি, ট্রিপেল রেয়ার ক্যামেরা নিয়ে VIVO Y15 লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

ফোনটির দাম 13,990 টাকা

অনলাইন আর অফলাইনে সেল করা হবে

ফোনটি 5,000mAh ব্যাটারির সঙ্গে আসবে

ভারতে ভিভো তাদের Y সিরিজ লঞ্চ করেছে আর এই সিরিজের নতুন ফোন Y15 ভারতে লঞ্চ হয়েছে। আর এটি একটি মিড রেঞ্জ ফোন যা ট্রিপেল ক্যামেরা আর 5,000mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে আর এই ফোনটি অ্যাকোয়া ব্লু আর বার্গেন্ডি রেড কালার অপশানে এসেছে।

Vivo Y15 ফোনটি 13,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি ফ্লিপকার্ট, অ্যামাজন ইন্ডিয়া, পেটিএম মল আর টাটা ক্লিকে বিক্রি করা হবে আর এর সঙ্গে এই ফোনটি অফলাইন রিটেল স্টোরেও কেনা যাবে। আর ভিভো তাদের ই স্টোর্স থেকে এই ডিভাইসটি বিক্রি করবে। স্মার্টফোনটি 9 মাসের জন্য নো কস্ট EMI তে কেনা যাবে। আর এই ফোনটি এক্সচেঞ্জ অফারে 1,000 টাকা পর্যন্ত ডিস্কাউন্টে পেতে পারবেন। আর রিলায়েন্স জিও ইউজার্সরা 3TB পর্যন্ত ডাটা আর 4,000 টাকার সেভ করতে পারবেন।

স্পেক্সের ক্ষেত্রে এই Vivo Y15 ফোনে আপনারা 6.35 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন যা 720×1544 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে আর এতে সেলফি ক্যামেরাও আছে। এই ফোনে মিডিয়াটেক হেলিও P22 আছে এটি অক্টা কোর SoC, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে এসেছে। আর এই ডিভাইসের স্টোরেজ এক্সপেন্ড করার জন্য ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

VIVO Y15 ফোনে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে যার মধ্যে একটি 13 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা 8MP র সেকেন্ডারি ক্যামেরা আর 2MP র ডেপথ সেন্সার আছে। আর এই ফোনের ফ্রন্টে 16MP র সেলফি ক্যামেরা আছে যা ফেস আনলকে কাজ করে।

ফোনটিতে একটি 5,000mah য়ের ব্যাতারি আছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে।আর এটি সেই নির্ভর ফানটাচ OS 9 য়ে কাজ করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo