VIVO Y11 আর VIVO Y19 ফোনের বিষয়ে জানা গেছে

VIVO Y11 আর VIVO Y19 ফোনের বিষয়ে জানা গেছে
HIGHLIGHTS

ভিয়েতনামে এই ফোন গুলি এসেছে

22 অক্টোবর থেকে বিকরি শুরু হবে

Vivo Y11 আর Vivo Y19 ফোন দুটি ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে। আর কোম্পানি এই দুটি ফোন তাদের Y সিরিজে লঞ্চ করেছে। Vivo Y11ফোনটি 2015 সালে লঞ্চ করা হয়েছিল আর এই ফোনটির নতুন রিফ্রেশড ভার্সান এবার এসেছে। Vivo Y11 ফোনটির নতুন ভার্সানের দাম VND 2,990,000 (প্রায় 9,187টাকা ) রাখা হয়েছে। আর এই হ্যান্ডসেটটি 22 অক্টোবর থেকে বিক্রি করা হবে। আর Vivo Y19 ফোনটির দাম এখনও জানা জায়নি।

Vivo Y11 2019 ফোনটিতে 6.35 ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এই ফোনের টপে V শেপড নচ দেওয়া হয়েছে। ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 দেওয়া হয়েছে আর এই ফোনে অ্যাড্রিনো 505 GPU আছে। ফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে এই Vivo Y11 ফোনে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা সিস্টেমে 13 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সালের ডেপথ সেন্সার আছে। আর ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo Y19 ফোনে আপনারা 6.53 ইঞ্চির নচ ডিসপ্লে পাবেন আর এই ফোনের ফুল রেজিলিউশান HD+। আর এই ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছে আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যান 600 বা 700 সিরিজের চিপসেট পাবেন। Vivo Y19 ফোনে আপনারা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন আর ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি আছে। Vivo Y19 ফোনের বাকি স্পেক্স এখনও জানা জায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo