12GB RAM, 5000mAh ব্যাটারি সহ Vivo Y100i 5G লঞ্চ, জানুন দাম ও ফিচার

Updated on 16-Nov-2023
HIGHLIGHTS

Vivo চীনে Vivo Y100i 5G ডিভাইসটি লঞ্চ করে দিয়েছে

নতুন Y100i স্মার্টফোন মিড-রেঞ্জে আসে

এতে 12GB RAM এবং 512GB স্টোরেজ মতো ফিচার রয়েছে

Vivo Y100i 5G Launched: Vivo চীনে Vivo Y100i 5G ডিভাইসটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি Vivo Y-Series এর আওতায় আনা হয়েছে। নতুন Y100i স্মার্টফোন মিড-রেঞ্জে আসে। এতে 12GB RAM এবং 512GB স্টোরেজ মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের বিষয়।

Vivo Y100i 5G দাম

নতুন ভিভো Y100i 5G ডিভাইসটি 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে আনা হয়েছে।

দামের কথা বললে, 12GB RAM+512GB স্টোরেজ মডেল 1599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,300 টাকায় কেনা যাবে।

Image Credit: Vivo

আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Redmi Note 13R Pro ফোনের দাম এবং স্পেসিফিকেশন লিক, জানুন কী থাকবে ফিচার

এছাড়া পোস্টার থেকে জানা গিয়েছে যে Y100i নীল এবং গোলাপি রঙের সাথে আনা হবে।

ফোনটি 28 নভেম্বর থেকে চিনের বাজারে বিক্রি করা হবে।

Vivo Y100i 5G এর অনুমানিত স্পেসিফিকেশন

ভিভো Y100i 5G ফোনে 6.64 ইঞ্চি FHD + LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন হল 2388×1080 পিক্সেল দেওয়া। এছাড়া এতে টাচ স্যাম্পলিং রেট 240Hz রয়েছে।

Y100i 5G ফোনে MediaTek Dimensity 6020 প্রসেসর দেওয়া হবে।

ক্যামেরার কথা বললে, ভিভো Y100i 5G ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ভিভো ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Upcoming Samsung Galaxy A25 5G: 8GB RAM এবং 50MP Camera সহ ভারতে আসছে স্যামসাং ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :