Vivo -এর তরফে Vivo Y100, Y100A ফোন দুটির দাম কমানো হল দেশে। এই মিড রেঞ্জের ফোন দুটি চলতি বছরের শুরুর দিকে দেশে লঞ্চ করেছিল। এখন এই ফোন দুটোর দাম 2,000 টাকা কমানো হল ভারতে। এছাড়া ব্যাংক অফার আছে এই ফোনে।
Vivo Y100 যখন দেশে লঞ্চ হয়েছিল তখন সেটার দাম ছিল 25,999 টাকা। এখন এই ফোন 23,999 টাকায় কেনা যাচ্ছে।
অন্যদিকে Vivo Y100A ফোনটির আসল দাম ছিল 26,999 টাকা। এখন এটি কমে 25,999 টাকা হয়েছে। এছাড়া Vivo -এর তরফে একাধিক ব্যাংকের অফার দেওয়া হচ্ছে এই ফোনে, এর মধ্যে আছে ICICI, SBI, YES, IDFC ব্যাংক।
এছাড়া গ্রাহকরা জিরো ডাউন পেমেন্ট অপশন পেয়ে যাবেন এখন এই ফোনে। Vivo V শিল্ড প্ল্যান পেতে পারেন এই ফোন কিনলে। তিনটি রঙে কেনা যাবে এই ফোন। এগুলো হল সোনালী, কালো এবং নীল।
Vivo Y100, Y100A দুটো ফোনের ফিচার মোটামুটি এক। কিছু ক্ষেত্রে তফাৎ আছে কেবল।
আরও পড়ুন: বড় চমক! সব iPhone-এর মধ্যে iPhone 16 Pro Max-এ এযাবৎকালের সব থেকে বড় স্ক্রিন থাকতে পারে
1. দুই ফোনেই 6.38 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে আছে। এখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। আছে 1300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস।
2. Vivo Y100 পরিচালিত হয় MediaTek Dimensity 900 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Vivo Y100A ফোনটিতে আছে Qualcomm Snapdragon 695 প্রসেসর। এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
3. Vivo Y100, Y100A দুটো ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যেখানে প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর।
4. দুটো ফোনেই আছে 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি।
5. দুটো ফোনেই আছে অ্যান্ড্রয়েড 13।
ফিচারের নিরিখে দুটো ফোনই এক। তবে উন্নতমানের প্রসেসর এবং বেশি স্টোরেজ চাইলে পরের ফোনটি বেছে নিতে পারেন।