Vivo Y-Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন Vivo Y03 লঞ্চ করেছে
লেটেস্ট ভিভো ফোনটি MediaTek-এর Helio G85 চিপসেট সহ আনা হয়েছে
নতুন ফোনে পারফরম্যান্সের জন্য MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে
Vivo Y-Series এর আওতায় একটি নতুন স্মার্টফোন Vivo Y03 লঞ্চ করেছে। ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেটে কাজ করবে। লেটেস্ট ভিভো ফোনটি MediaTek-এর Helio G85 চিপসেট সহ আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।
Vivo Y03 Price
ভিভো ফোনটি আপাতত বর্তমানে ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে। ফোনের 4GB RAM, 128GB স্টোরেজের দাম IDR 1,299,000 (প্রায় 7 হাজার টাকা)। পাশাপাশি, 4GB RAM+128GB স্টোরেজ মডেলটি IDR 1,499,000 (প্রায় 8 হাজার টাকা) রাখা হয়েছে। ফোনটি গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।
ভিভো Y03 ফোনে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেটে কাজ করবে। এছাড়া ডিসপ্লেতে একটি ওয়াটরড্রপ নচ দেওয়া হয়েছে।
নতুন ফোনে পারফরম্যান্সের জন্য MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে। যার সাথে 4GB LPDDR4X RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনে 4GB পর্যন্ত ভার্চুয়াল RAM অফার করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, ফোনে দুটি রিয়ার সেন্সর দেওয়া রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে 13 মেগাপিক্সেল দেওয়া, যার সাথে QVGA লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.