Vivo Xplay6 স্মার্টফোনটি লঞ্চ হল, এটি 64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত

Updated on 26-May-2017
HIGHLIGHTS

Vivo Xplay6 তে 5.46-ইঞ্চির কোয়াড কোর HD সুপার AMOLED ডুয়াল কার্ভড ডিসপ্লে আছে

Vivo Xplay6 স্মার্টফোনটির 128GB ভেরিয়েন্টকে গত বছর নভেম্বরে চিনে 4498 yuan (প্রায় Rs 44,449) দামে আনা হয়েছিল। এবার কোম্পানি তাদের এই ফোনটির 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্ট নিয়ে এসেছে এটিকেও অবশ্য চিনেই লঞ্চ করা হয়েছে।

Vivo Xplay6 64GB  ভেরিয়েন্টের দাম 3998 Yuan (প্রায় Rs. 37,544) করা হয়েছে। এটি গোল্ড আর রোজ গোল্ড রঙে পাওয়া যাচ্ছে। সম্প্রতি কোম্পানি মেট ব্ল্যাক ভেরিয়েন্টও লঞ্চ করেছিল। যা মাত্র  128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

Vivo Xplay6 64GB  তে থাকা ফিচার্স গুলি কেমন তা এবার দেখে নেওয়া যাক। এতে 5.46-ইঞ্চির কার্ভড HD সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজিলিউশন 2560×1440। এটি কোয়াড কোর স্ন্যাপড্র্যাগন 820 64-বিট প্রসেসার আর অ্যাড্রিনো 530 GPU যুক্ত। এতে  6GB র‍্যামের সঙ্গে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত আর এই স্মার্টফোনটিতে ফুল মেটাল বডি দেওয়া হয়েছে।

Vivo Xplay6 64GB তে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, এই ক্যামেরাটি 12 মেগাপিক্সালের এতে রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ, সোনি IMX362 সেন্সার, f/1.7 অ্যাপার্চার, ফেস ডিটেকশন অটোফোকাস যুক্ত। আর অন্য ক্যামেরাটি 5 মেগাপিক্সালের। ফোনটিতে 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরও দেওয়া হয়েছে।

এটি 4G VoLTE সাপোর্ট করে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলোর ফানটাচ অপারেটিং সিস্টেম 3.0 তে কাজ করে। এতে  4080mAh এর ব্যাটারি আছে, যা ফাস্ট চার্জিং যুক্ত। এটি ব্লুটুথ 4.2, ওয়াই-ফাই 802.11 ac, GPS আর 3.5mm  অডিও জ্যাক ফিচার্স যুক্ত। এর থিকনেস 8.4mm আর এর ওজন 178 গ্রাম।

Connect On :