Vivo -এর তরফে একটি নতুন ফোন আনা হল বাজারে। এই সদ্য লঞ্চ হওয়া ফোনটির নাম Vivo X90S। সোমবার, 26 জুন এটি চিনে লঞ্চ করেছে।
Vivo X90 সিরিজের এটি চতুর্থ ফোন। এই ফোনে গ্রাহকরা পাবেন MediaTek Dimensity প্রসেসর। সঙ্গে পাওয়া যাবে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা।
এর আগে কোম্পানির তরফে Vivo X90 সিরিজের তিনটি ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোন তিনটি হল Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro Plus। এবার এই সিরিজে যোগ হল Vivo X90S।
এখানে Full HD+ AMOLED ডিসপ্লে আছে। আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনটি চারটি রঙে কিনতে পারা যাবে।
এই ফোনটি তিনটি মডেল লঞ্চ করেছে চিনে। ফোনটির বেস মডেলে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটির দাম সেই দেশে CNY 3,999 রাখা হয়েছে অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 45,300 টাকা।
অন্যদিকে এই Vivo X90S এর মিড মডেলে আছে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম CNY 4,299 রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় মূল্যে এটির দাম প্রায় 48,800 টাকা।
আর টপ এন্ড মডেলে আছে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম CNY 4,699 অর্থাৎ যা কিনা 53,300 টাকার সমতুল্য।
এই ফোনটি গ্রাহকরা একাধিক রঙে কিনতে পারবেন। এই রংগুলো হল ব্ল্যাক, কনফেশন, হুয়াক্সিয়া রেড, এবং কিঙ্গিয়াং।
1. এই ফোনে আছে 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে 2800X1260 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। সঙ্গে আছে 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনের অ্যাসপেক্ট রেশিও 20:9।
2. এই ফোনে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
3. MediaTek Dimensity 9200+ প্রসেসর আছে এখানে। সঙ্গে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ আছে।
4. Vivo X90S ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ f/1.75 অ্যাপারচার পাবেন।
এই ফোনের বাকি দুটি সেন্সরে আছে দুটো 12 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
5. 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি।
6. নিরাপত্তার জন্য এই ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সঙ্গে ফেস আনলক এর সুবিধাও।
7. কানেকটিভিটির জন্য এই ফোনে গ্রাহকরা পাবেন 5G, 4G, wifi, ব্লুটুথ, GPS, NFC, USB টাইপ সি পোর্ট।