স্মার্টফোন কোম্পানি Vivo শীঘ্রই ভারতের বাজারে Vivo X90 Series আনতে চলেছে। লঞ্চিংয়ের আগেই কোম্পানির তরফ থেকে Vivo X90 Series সম্পর্কে একাধিক তথ্য দেওয়া হয়েছে। Vivo X90 এবং Vivo X90 Pro ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে এও কোম্পানি জানিয়েছে।
ফ্লিপকার্টে এই দুটি ফোনের জন্য় মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। ভারতে Vivo X90 এবং Vivo X90 Pro ফোনটি 26 এপ্রিল লঞ্চ করা হবে। তবে ভারতের আগে চিনের বাজারে Vivo X90 এবং Vivo X90 Pro লঞ্চ হয় গিয়েছে।
Flipkart এর ল্যান্ডিং পেজ থেকে ফোনের পিছনের ডিজাইন প্রকাশ হয়েছে। টিজার অনুযায়ী, Vivo X90 এবং Vivo X90 দুটি ফোনই কালো রঙে বাজারে আনা হবে। এছাড়া, ফোনে লেদার ব্যাক ফিনিশ ডিজাইন দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা বাম্প পাওয়া যাবে। ক্যামেরা এর সাথে ZEISS এর ব্র্যান্ডিং পাওয়া যাবে।
Vivo এর দুটি ফোনই 6,78-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন 1269×2800 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া হবে। দুটি ফোনই অক্টা-কোর MediaTek Dimensity 9200 চিপসেট সহ আসবে।
এই দুটি ভিভো স্মার্টফোন 12GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করবে। ফোন দুটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করবে।
Vivo X90 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের রয়েছে। এর সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা থাকবে। তিনটি ক্যামেরাই Zeiss অপটিক সহ আসবে।
Vivo X90 Pro ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে, এছাড়া Sony IMX663 সেন্সর সহ 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের 50mm IMX758 2X পোট্রেট ক্যামেরা দেওয়া হবে। দুটি ফোনেই সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ব্য়াটারির কথা বললে, Vivo X90 ফোনে 4810mAh ব্যাটারি থাকবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এর পাশাপাশি, Vivo X90 Pro ফোনে 4870mAh ব্যাটারি থাকবে যা 120W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।