Vivo X90 series এর ভারতে বিক্রি শুরু, প্রথম সেলেই 2,000 টাকার ছাড়

Vivo X90 series এর ভারতে বিক্রি শুরু, প্রথম সেলেই 2,000 টাকার ছাড়
HIGHLIGHTS

Vivo X90 এবং Vivo X90 Pro ফোনের বিক্রি Flipkart থেকে শুরু হয়ে গিয়েছে

Vivo X90 এবং Vivo X90 Pro ফোনে 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে

32 মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা

Vivo কোম্পানির তরফে সম্প্রতি নতুন ফোন সিরিজ Vivo X90 লঞ্চ করেছিল। এই সিরিজের আওতায় দুটি ফোন Vivo X90 এবং Vivo X90 Pro আনা হয়েছে। দুটি ফোনের বিক্রি আজ থেকে শুরু হয়ে গিয়েছে।

Vivo X90 এবং Vivo X90 Pro ফোনে 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া থাকছে 32 মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা। তবে আসুন জেনে নেওয়া যাক এই ফোনে কী অফার দেওয়া হচ্ছে…

Vivo X90 এবং Vivo X90 Pro ফোনের দাম কত

Vivo X90 Pro ফোনের 12GB+256GB মডেলের দাম 84,999 টাকা। এর পাশাপাশি, Vivo X90 এর 8GB+256GB স্টোরেজের দাম 59,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 63,999 টাকা রাখা হয়েছে।

Vivo-x90-specs

দুটি ফোনই আজ রাত 12টা থেকে বিক্রি শুরু হয়ে গিয়েছে। ফোনটি Flipkart, Vivo স্টোর এবং সমস্ত পার্টনার রিটেল স্টোর থেকে কেনা যেতে পারে। Flipkart সেলে SBI, ICICI, HDFC এবং IDFC কার্ড থেকে পেমেন্ট করলে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। দুটি ফোনেই কোম্পানি 8000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

Vivo X90 এবং Vivo X90 Pro এর স্পেসিফিকেশন

ভিভো-র দুটি ফোনেই 6.78-ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া, যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া। দুটি ফোনই অক্টা-কোর 4nm MediaTek Dimensity 9200 প্রসেসর রয়েছে। কোম্পানির দুটি ফোনের সাথে Android 13 ভিত্তিক Funtouch OS অফার করা হয়েছে।

Vivo X90 এবং Vivo X90 Pro দুটি ফোনেই ট্রিপাল রিয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। Vivo X90 Pro ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা 12 মেগাপিক্সেল দেওয়া।

Vivo-x90

এর পাশাপাশি, Vivo X90 ফোনের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল এবং অন্যান্য ক্যামেরাগুলিতে 12-12 মেগাপিক্সেলের ডেপথ এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে।

Vivo X90 Pro ফোনে 4,870mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনে 50W ওয়্যারলেস চার্জিংও রয়েছে।

Vivo X90 এর সাথে 4,810mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo