Vivo তাদের পরবর্তী সিরিজ লঞ্চ করল চিনে। এই মতন সিরিজের নাম Vivo X90 সিরিজ। এই ফোনের সিরিজে রয়েছে Zeiss Optics, সঙ্গে আছে Flagship কনটেন্ট সহ একাধিক জিনিস। Vivo X90 সিরিজে থাকছে তিনটি মডেল, Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+ 5G ফোন। তবে এই ফোন কবে বিশ্ব বাজারে লঞ্চ করবে বা করতে চলেছে সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে যে নিকট ভবিষ্যতে হয়তো এই ফোনটি ভারতে আসতে চলেছে, যেমনটা Vivo এর অন্যান্য ফোনের ক্ষেত্রে হয়ে থাকে।
Vivo X90 সিরিজের দাম শুরু হচ্ছে RMB 3,699 থেকে। অর্থাৎ যা ভারতীয় মূল্যে কম বেশি 42,400 টাকা। এই দামে Vivo X90 এর 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে। অন্যদিকে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ Vivo X90 Pro ফোনটির দাম RMB 4,999 যা ভারতীয় মূল্যে প্রায় 57,200 টাকার সমান। এছাড়া আছে Vivo X90 Pro+ ভ্যারিয়েন্ট যার 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম RMB 6,499। ভারতীয় মূল্যে যা 74,400 টাকা কম বেশি।
এই ফোনগুলোতে রয়েছে IP68 রেটিং, অর্থাৎ এতে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স ক্ষমতা রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে পরিচালিত হবে। এখানে একটি বড় ডিসপ্লে সহ একগুচ্ছ অত্যাধুনিক ফিচার মিলবে। সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির ফোনে যেমন পাঞ্চ হোল কাটআউট থাকে এই ফোনেও তেমনটা রয়েছে। সঙ্গে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনের যে Pro মডেলগুলো রয়েছে সেখানে মিলবে লেদার ফিনিশ ব্যাক প্যানেল।
Vivo X90: এই ফোনে আছে 120 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এখানে HDR 10+ এবং 300 HZ টাচ স্যাম্পলিং রেট মিলবে। MediaTek Dimensity 9200 চিপসেট সহ 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4810 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। ট্রিপল ক্যামেরা রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। প্রাইমারি ক্যামেরায় আছে 50মেগাপিক্সেলের সেন্সর সঙ্গে আছে আরও দুটি 12 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর।
Vivo X90 Pro: এই ফোনটিতে আছে 2K রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে যেখানে 120 HZ রিফ্রেশ রেট, 2160 HZ PWM, HDR 10+, 300 HZ টাচ স্যাম্পলিং রেট মিলবে। এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে MediaTek Dimensity 9200 চিপসেটের সাহায্যে। 120 W ওয়্যার্ড এবং 50 ওয়্যারলেস চার্জিং এর সুবিধা সহ 4870 mAh ব্যাটারি আছে এই ফোনে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ Hi-Res অডিও সাপোর্ট আছে। এই ফোনেও আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সঙ্গে আরও দুটো 50 এবং 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই ফোনে। সেলফি এবং ভিডিও কলের জন্য আছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।
Vivo X90 Pro+ 5G: এখানে 6.78 ইঞ্চির একটি Quad HD+ LTPO 4.0 AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট হল 120 HZ। 1800 নিট হচ্ছে এই ফোনের সর্বোচ্চ ব্রাইটনেস। ডলবি ভিশন, HDR 10+, ইত্যাদির সাপোর্ট রয়েছে। Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে। 4700mAh এর একটি ব্যাটারি আছে যেখানে 80ওয়্যার্ড এবং 50 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। এই ফোনের রিয়ার প্যানেলে চারটি ক্যামেরা আছে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর, সঙ্গে 50, 48, 64 মেগাপিক্সেলের আরও তিনটি ক্যামেরা আছেন এখানেও একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।