Vivo -এর তরফে তাদের নতুন ফোনের সিরিজ ইতিমধ্যেই চিনে লঞ্চ করে গিয়েছে। এই সিরিজের নাম Vivo X90। জানা গিয়েছে এখন এই চিনা সংস্থাটি শীঘ্রই মালেশিয়া এবং ভারতে লঞ্চ করতে চলেছে ফোনটি। এই ফোন একবার লঞ্চ হয়ে গেলে সেটি iPhone বা Samsung -এর যে কোনও Flagship ফোনকে টেক্কা দিতে পারবে। ভারতে এবং মালয়েশিয়ায় জলদি এই ফোনের সিরিজ লঞ্চ হবে। এই সিরিজে দুটি ফোন থাকবে বলে জানা গিয়েছে। এই ফোন দুটি হল, Vivo X90 এবং Vivo X90 Pro।
3,699 রিঙ্গিত বা প্রায় 70,000 টাকা দাম রাখা হবে Vivo X90 ফোনের। মালয়েশিয়ার বাজারে এই ফোনটি দুটি রঙে লঞ্চ করতে পারে। আর এই দুটি রঙ হল নীল এবং কালো। অন্যদিকে Vivo X90 Pro ফোনটির দাম হতে পারে 5,299 রিঙ্গিত বা প্রায় 99,000 টাকা। এই ফোনটি অবশ্য একটি রঙেই লঞ্চ হবে। আর সেই রঙ হল কালো। জানা গিয়েছে মালয়েশিয়ায় যে উল্লিখিত দামে লঞ্চ হবে সেই দামেই কম বেশি ভারতে লঞ্চ হবে ফোনটি। এই প্রো মডেলের ফোনটি 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে।
31 জানুয়ারি দেশে লঞ্চ হতে চলেছে Vivo X90 সিরিজ। এই সিরিজে থাকবে Vivo X90, Vivo X90 Pro। এমনটাই একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এই ফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।
Vivo X90 ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। এখানে গ্রাহকরা পাবেন 1300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস। একই ডিসপ্লে Pro মডেলেও থাকবে বলে জানা গিয়েছে। তবে Vivo X90 সিরিজের দুটি ফোনের যেখানে পার্থক্য আছে সেটা হল ক্যামেরা। 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে Vivo X90 ফোনটিতে। সঙ্গে থাকবে 12 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা।
Vivo X90 Pro ফোনটিতে থাকবে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। সেলফি তোলার জন্য গ্রাহকরা এই ফোনে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। MediaTek Dimensity 9200 প্রসেসরের সাহায্যে চলবে দুটি ফোন। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে পরিচালিত হবে ফোন দুটি। স্টোরেজ হিসেবে থাকবে 256 GB এবং RAM থাকবে 12GB।