Vivo X9 Blue ভেরিয়েন্ট লঞ্চ হল, এটি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা যুক্ত

Updated on 12-Jun-2017
HIGHLIGHTS

ব্লু রঙ ছাড়া এই স্মার্টফোনটি গোল্ড, রোজ গোল্ড, স্টার গ্রে আর মেট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে

Vivo X9 Blue স্মার্টফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। আপাতত এই স্মার্টফোনটি চিনে কিনতে পাওয়া যাচ্ছে। এটি ব্লু কালার ছাড়া গোল্ড, রোজ গোল্ড, স্টার গ্রে আর মেট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। আসা করা হচ্ছে যে এর ব্লু কালার ভেরিয়েন্টটির দাম 2598 yuan( প্রায় Rs 24,585) হবে।  

আপনাদের জানিয়ে রাখি যে, Vivo X9 স্মার্টফোনটি চিনে 2016 সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির সঙ্গে Vivo X9 Plusও লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, এর মধ্যে একটি 20 মেগাপিক্সালের আর একটি 8 মেগাপিক্সালের।

Vivo X9 এ মেটাল ইউনিবডি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD-সুপার AMOLED ডিসপ্লেও আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1080×1920 পিক্সাল। এতে 2GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে।

এর সঙ্গে এতে অ্যাড্রিনো 506 GPUও দেওয়া হয়েছে। এর র‍্যাম 4GB’র। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে, যা হোম বটনের নিচে অবস্থিত। এই ফোনটির ব্যাটারি 3050mAh। এটি একটি ডুয়াল সিম যুক্ত 4G VoLTE ডিভাইস। এতে ওয়াই-ফাই, ব্লুটুথ আর GPSও আছে।

সোর্স:

ইমেজ সোর্সঃ     

Connect On :