Vivo X27 ফোনটি 32MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এল

Vivo X27 ফোনটি 32MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এল
HIGHLIGHTS

VIVO X27 Pro ফোনটি 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 8GB র‍্যাম ট্রিপেল রেয়ার ক্যামেরা 32MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এসেছে আর এটি ছাড়া কোম্পানি X27 ও নিয়ে এসেছে

Vivo তাদের Vivo X27 আর Vivo X27 Pro ফোন দুটি চিনে একটি ইভেন্টে লঞ্চ করেছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। আমরা যদি Vivo X27 ফোনটির বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে এটি প্রায় Vivo V15 Pro ফোনের মতনই। এই ফোনটিতে একটি 6.39 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 675 বা 710 প্রসেসার দেওয়া হয়েছে, এটি মডেলের ওপরে নির্ভর করে। এই ফোনে 8GB র‍্যাম আছে আর এই ফোনে একটি 48MP ক্যামেরা সেন্সার আছে। আর এই ফোনে 5MP আর 13MP র আরও দুটি সেন্সার দেওয়া হেয়ছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

Vivo X27 Pro ফোনে একটি 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এছাড়া এই ফোনে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ক্যামেরাতে ডুয়াল LED স্পট ফ্ল্যাশ দেওয়া হয়েছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 710 চিপসেট আছে। আর এছাড়া এই ফোনে একটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।  

আমরা যদি Vivo X27  ফোনটি দেখি তবে এই স্ন্যাপড্র্যাগন 675 , 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের দাম 3198 ইউয়ান মানে প্রায় 32,880 টাকা বলা হয়েছে আর এই ফোনটি 30 মার্চ সেলে আসবে। আর এই ফোনটিতে একটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের আমরা যদি Vivo X27 ফোনের বিষয়ে বলি তবে এই ফোনে স্ন্যাপড্র্যাগন 675,8GB র‍্যাম আর এই ফোনের দাম 3598 ইউয়ান ,মানে প্রায় 36,990 টাকা। আর এই ফোনটি 23 মার্চ সেল করা হবে। তবে আমরা যদি Vivo X27 Pro ফোনের বিষয়ে বলি তবে এই ফোনটি 3998 ইউয়ান মানে প্রায় 41,105 টাকাতে লঞ্চ করা হবে। আর এই ফোনটি কিছু দিন পরে সেলে আসবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo