সম্প্রতি Vivo তাদের Vivo V11 Pro স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল আর এছাড়া কোম্পানি এবার একটি ইভেন্টের সময়ে চিনে তাদের অন্য একটি স্মার্টফোন মানে Vivo VX23 লঞ্চ করেছে
সম্প্রতি Vivo তাদের Vivo V11 Pro স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে আর এর পরে কোম্পানি একটি ইভেন্টে চিনে তদের অন্য একটি স্মার্টফোন মানে Vivo X23 লঞ্চ করে দিয়েছে। Vivo X23 ফোনটি চতুর্থ জেনারেশানের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনে একটি প্রিমিয়াম অ্যাপিল দেওয়ার জন্য 3D গ্লাস রেয়ার প্যানেলে দেওয়া হয়েছে।
Vivo X23 য়ের স্পেসিফিকেশান
আমরা যদি Vivo X23 ফোনটির স্পেসিফিকেশানের বিষয়ে জানি তবে এই ফোনে আপনারা একটি 6.4ইঞ্চির সুপার AMOLED স্লিম বেজাল যুক্ত ডিসপ্লে পাবেন আর এই ফোনে একটি ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। Vivo X23 য়ের স্ক্রিনটি 2340×1080 পিক্সালের। আর এটি একটি 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে আছে। আর এই Vivo X23 স্মার্টফোনটিতে আপনারা এই জেনারেশানের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে আর এই ফোনে আপনারা 0.35 সেকেন্ডে আনলক করতে পারবেন।
আর এই ফোনে আপআন্রা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 670 চিপসেট পাবেন। আর এছাড়া এই ফোনে 8GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 Oreo তে কাজ করবে। আর এই ফোনে একটি 3400mAh য়ের ব্যাটারি আছে।
আর এই Vivo X23 ফোনে আপনারা একটি 12MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে 12MP+13MPর ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo X23 স্মার্টফোনের দাম আর উপ্লব্ধতা
VivoX23 স্মার্টফোনের দাম 3498 ইউয়ান চিনে আর মানে এই দামের ভারতে দাম প্রায় 36,485 টাকা হবে। আর এই ফোনটি চিনের বাজারে 14 সেপ্টেম্বর কেনা যাবে। আর এই ফোনটি ভারতে বা অন্য দেশে আসবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর এই ফোনের বিষয়ে এখন আর বেশি কিছু জানা যায়নি।