200MP পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হবে Vivo X200 Ultra, থাকবে সবচেয়ে পাওয়ারফুল Snapdragon প্রসেসর

200MP পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হবে Vivo X200 Ultra, থাকবে সবচেয়ে পাওয়ারফুল Snapdragon প্রসেসর
HIGHLIGHTS

Vivo X200 Series ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে, এই সিরিজে দুটি স্মার্টফোন Vivo X200 এবং Vivo 200 Pro সম্পর্কে আগেই তথ্য প্রকাশ হয়েছে

এখন সিরিজের সবচেয় প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 Ultra সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে

ভিভো এক্স200 আল্ট্রা ফোন আপকামিং Snapdragon 8 Gen 4 চিপসেট এবং 200MP পেরিস্কোপ লেন্স সহ আনা হবে

Vivo X200 Series ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে। কোম্পানি এই সিরিজে দুটি স্মার্টফোন Vivo X200 এবং Vivo 200 Pro সম্পর্কে আগেই তথ্য প্রকাশ হয়েছে। এখন সিরিজের সবচেয় প্রিমিয়াম স্মার্টফোন Vivo X200 Ultra সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। এই ফোন নিয়ে দাবি করা হচ্ছে যে এটি দুর্দান্ত ক্যামেরা সেন্সর এবং লেটেস্ট প্রসেসর সহ রিলিজ করা হবে।

রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স200 আল্ট্রা ফোন আপকামিং Snapdragon 8 Gen 4 চিপসেট এবং 200MP পেরিস্কোপ লেন্স সহ আনা হবে।

আরও পড়ুন: মাত্র 7999 টাকার শুরুর দামে কিনুন 32 inch Smart TV, অ্যামাজন সেলে বাম্পার ডিল

কেমন হবে Vivo X200 Ultra ফোনের ক্যামেরা এবং প্রসেসর

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্য়াট স্টেশন এর অনুযায়ী, আপকামিং Vivo X200 Ultra স্মার্টফোন Snapdragon 8 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হবে। এছাড়া ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোনে মিডিয়াটেক Dimensity 9400 পাওয়া যাবে।

Vivo X200 Ultra

আপকামিং ভিভো এক্স200 আল্ট্রা ফোনে ক্যামেরা সম্পর্কে জানা হচ্ছে যে এতে কোয়াড রিয়ার সেটআপ থাকবে। ভিভো তার আপকামিং ফোনে 200 মেগাপিক্সেলের এর পেরিস্কোপ লেন্স অফার করবে। এছাড়া ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোনের ব্যাটারি ডিটেলও লিক হয়েছে। প্রো মডেলে 6000mAh ব্যাটারি এবং এক্স200 ফোনে 5800mAh ব্যাটারি দেওয়া হবে।

ভিভো এক্স200 আল্ট্রা ফোনে কী থাকবে বিশেষ

ভিভো মে মাসে চীনে Vivo X100 Ultra লঞ্চ করেছিল। এতে 6.78-ইঞ্চির 2K AMOLED 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া। কোম্পানি আপকামিং ফোনেও একই ডিসপ্লে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M55s 5G ভারতে লঞ্চ, দাম জেনে অবাক হবেন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo