200MP প্রাইমারি ক্যামেরা সহ আসতে পারে Vivo X200 Ultra স্মার্টফোন, আগামী মাসে হবে লঞ্চ

চীনা স্মার্টফোন কোম্পানি Vivo এর X200 সিরিজে আগামী মাসে একটি নতুন মডেল আসতে চলেছে। কোম্পানি vivo X200 Ultra ফোনের লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর সাথে vivo X200s ফোনও বাজারে আসতে পারে। এই সিরিজে এক্স200 এবং এক্স200 প্রো ফোনটি আগেই লঞ্চ হয়ে গেছে।
কোম্পানি Boao Forum for Asia তে এক্স200 আল্ট্রা এপ্রিল লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। তবে এই ফোনের লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি। এই স্মার্টফোনে ইমেজিংয়ে ভিভো এর নতুন টেকনোলজি আনতে পারে। এক্স200 আল্ট্র এর সাথে এক্স200এস ফোনও আনা যেতে পারে। তবে কোম্পানি এক্স200এস সম্পর্কে বিশেষ কিছু জানায়নি।
আরও পড়ুন: 80W এর ফাস্ট চার্জিং সহ Vivo এর দুর্দান্ত 5জি ফোনে 2000 টাকার ছাড়, 31 মার্চ পর্যন্ত অফার

200MP রিয়ার ক্যামেরা থাকবে Vivo X200 Ultra ফোনে
ভিভো এর প্রোডাক্ট মেনেজার চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে একটি পোস্টে এই স্মার্টফোনের ডিজাইন টিজার প্রকাশ করেছে। এর আগে বক্সিও আপকামিং এক্স200 আল্ট্রা ফোনের রিয়ার ক্যামেরা ইউনিটও শেয়ার করেছিল। এই স্মার্টফোনে 200MP Samsung HP9 ক্যামেরা হতে পারে। এছাড়া 50MP এর দুটি Sony LYT-818 ক্যামেরা দেওয়া যেতে পারে। এক্স200 আল্ট্রা ফোনের ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ক্যামেরা দেওয়া যেতে পারে।
সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Weibo সাইটে একটি পোস্টে এক্স200 আল্ট্রা ফোনের মেইন স্পেসিফিকেশন এবং কালার অপশন সম্পর্কে পোস্ট করেছিল। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে Snapdragon 8 Elite দেওয়া যেতে পারে। এই স্মার্টফোনে 2K রেজোলিউশন সহ কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile