Vivo X200 Series শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি Flipkart সাইটে পোস্টার থেকে আপকামিং ভিভো এক্স200 সিরিজের ভারতীয় লঞ্চ তারিখ প্রকাশ করেছে। ভিভো এক্স200 সিরিজের ফোন ভারতে 12 ডিসেম্বর 2024 লঞ্চ করা হবে। ভারতে লঞ্চ হওয়ার আগে এই ফোনটি চীনে বাজারে চালু করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনে কী থাকবে বিশেষ।
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছে যে ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনের প্রথম সেল 19 ডিসেম্বর করা হবে।
আরও পড়ুন: শক্তিশালী গেমিং ফোন iQOO 13 ভারতে লঞ্চ, রয়েছে 32GB RAM সহ তিনটি 50MP ক্যামেরা, জানুন দাম কত
খবর অনুযায়ী, ভিভো এক্স200 সিরিজে দুটি স্মার্টফোন আনা হবে। এতে ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোন হবে। এতে ভিভো এক্স প্রো ফোনের দাম 90,000 টাকার কম হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, ভিভো এক্স200 ফোনটি 70,000 টাকার কম দামে আসবে।
আপকামিং ভিভো সিরিজের আওতায় তিনটি ফোনটি ভিভো এক্স200, এক্স200 প্রো এবং এক্স200 প্রো মিনি থাকতে পারে। তবে কোম্পানি এখনও নিশ্চিত করেনি যে প্রো মিনি মডেলটি ভারতে লঞ্চ করবে কিনা।
স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো এক্স200 সিরিজ গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়ে গেছে। এই কারণে ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার আগেই জানা আছে।
ডিসপ্লে: ভিভো এক্স200 ফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ আসবে। এছাড়া প্রো মডেলে 6.78-ইঞ্চি ডিসপ্লে থাকবে যা ডায়নামিক রিফ্রেশ রেট 0.1Hz এবং 120Hz সাপোর্ট করবে।
প্রসেসর: ভিভো এক্স200 সিরিজের ফোন MediaTek Dimensity 9400 ফ্ল্যাগশিপ চিপসেট সহ আনা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স200 প্রো ফোনে 50MP Sony LYT-818 প্রাইমারি লেন্স দেওয়া হবে যা OIS সহ আসবে। ফোনে আরকেটি সেন্সর 50MP আল্ট্রা ওয়াইড থাকবে। এছাড়া ফোনে 200MP Zeiss APO টেলিফটো লেন্স দেওয়া হবে।
পাশাপাশি, এক্স200 ফোনে 50MP Sony IMX921 প্রাইমারি লেন্স, এর সাথে ফোনে 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP Sony IMX882 টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। দুটি ফোনে 32MP সেলফি ক্যামেরা থাকবে।
ব্যাটারি: ভিভো এক্স200 স্মার্টফোনে 5800mAh ব্যাটারি দেওয়া। এর সাথে ভিভো এক্স200 প্রো ফোনে 6000mAh ব্যাটারি থাকবে। দুটি ফোন 90W ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: