Vivo X200 Series এর আওতায় Vivo X200, Vivo X200 Pro এবং Vivo X200 Pro Mini আনা হবে
লেটেস্ট লিকে তিনটি মডেলের দাম এবং ক্যামেরা ফিচার সম্পর্কে লিক প্রকাশ হয়েছে
আপকামিং ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনে কোম্পানি 200MP পেরিস্কোপ সেন্সর দিতে চলেছে
স্মার্টফোন কোম্পানি Vivo তার ক্যামেরা ফিচারে নিত্য নতুন ইনোভেশন করতে থাকে। কোম্পানির আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X200 Series স্মার্টফোনেও এমন কিছু ফিচার দিতে চলেছে। এই সিরিজের আওতায় Vivo X200, Vivo X200 Pro এবং Vivo X200 Pro Mini আনা হবে। আপাতত লেটেস্ট লিকে তিনটি মডেলের দাম এবং ক্যামেরা ফিচার সম্পর্কে লিক প্রকাশ হয়েছে।
নতুন ভিভো এক্স20 লাইনআপ এর স্মার্টফোন DSLR ক্যামেরাকে টেক্কা দিতে পারে। আপকামিং ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনে কোম্পানি 200MP পেরিস্কোপ সেন্সর দিতে চলেছে।
আপকামিং ভিভো ফোনের ফিচারের কথা বললে, এই সিরিজে AI ভিত্তিক একাধিক ফিচার দেখা যাবে। সমস্ত মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর পাওয়া যাবে। এছাড়া ফোনের ব্যাটারি ফিচারে আপগ্রেড করা হয়েছে। দাবি করা হচ্ছে যে আপকামিং ভিভো ফোনটি সবচেয়ে বেশি এনার্জি ডেন্সিটি সহ ব্যাটারি দেওয়া হবে।
ক্যামেরা পারফরম্যান্সের ক্ষেত্রে এক্স200 প্রো এবং এক্স200 প্রো মিনি ফোনে 1/1.28 LYT 818 সেন্সর থাকবে যা Sony সেন্সর সহ পেয়াার করা হবে। এছাড়া এক্স200 ফোনে 200MP 85mm f/2.67 পেরিস্কোপ জুম সাপোর্ট থাকবে এবং এক্স200 প্রো মিনি ফোনে 70mm/f/2.57 পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।
নতুন স্মার্টফোনে 4K 120fps স্লো মোশন ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া 4K ব্যাকলিট মুভি পোট্রেট ভিডিও রেকর্ড করার সুবিধা থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.