ভিভো কোম্পানি Vivo X200 Series এর ভারতীয় লঞ্চের ঘোষণা করে দিয়েছে। কোম্পাানির তরফে ভারতে এই সিরিজের অফিসিয়াল টিজ করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে নভেম্বর শেষ পর্যন্ত আপকামিং ভিভো এক্স200 সিরিজটি ভারতে আসতে পারে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত আপকামিং ভিভো ফোনের কোনো লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েনি।
কোম্পানি একটি টিজার ভিডিওতে আপকামিং ফোনের ক্যামেরা ফোকস করেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং সিরিজে কী বিশেষ থাকবে।
আরও পড়ুন: 100 টাকার কম দামে BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানের তালিকা, কলিং সহ মিলবে একগুচ্ছ ডেটা
বলে দি যে ভিভো এক্স200 সিরিজটি মালেশিয়ার মার্কেটে লঞ্চ হয় গেছে। এখন এটি ভারতে আসতে প্রস্তুত। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) একটি পোস্টে সিরিজের ভারতে লঞ্চ নিশ্চিত করেছে। ভিডিওতে ফোনের ক্যামেরা থেকে চাঁদের ছবি নিতে দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ফোনের ক্যামেরা দুর্দান্ত হতে চলেছে।
আপকামিং ভিভো এক্স200 ফোনে 6.67-ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট সহ LTPS AMOLED ডিসপ্লে থাকবে। তবে প্রো মডেলে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে। দুটি ফোনের পিক ব্রাইটনেস 4500 নিট থাকবে।
ক্যামেরার কথা বললে, ভিভো এক্স200 এবং এক্স200 প্রো ফোনে 50MP মেইন সেন্সর থাকবে। এটি LYT-818 সেন্সর সহ আসবে। তার সাথে 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে। টেলিফটো লেন্স হিসেবে ভিভো এক্স200 ফোনে 50MP Sony IMX882 থাকতে পারে। এছাড়া এক্স200 প্রো ফোনে 200MP Samsung HP9 সেন্সর থাকবে। সেলফি সেন্সর হিসেবে দুটি ফোনের ফ্রন্ট 32MP লেন্স দেওয়া হবে।
পাওয়ার দিতে এক্স 200 ফোনে 5800mAh ব্যাটারি থাকবে। পাশাপাশি, প্রো মডেলে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। চার্জিংয়ের ক্ষেত্রে এক্স200 ফোনে 90W চার্জিং সাপোর্ট থাকবে এবং প্রো মডেলে 30W ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে।
আরও পড়ুন: 10000 টাকার কম দামে 5G Smartphones, দুর্দান্ত ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি রয়েছে এতে