Vivo X200 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জেনে নিন কী হবে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Updated on 11-Dec-2024
HIGHLIGHTS

Vivo X200 Series, আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামীকাল 12 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে

এই সিরিজের আওতায় কোম্পানি ভারতীয় বাজারে ফ্ল্যাগশিপ Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোন লঞ্চ করবে

কোম্পানি লঞ্চের আগেই ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে

Vivo X200 Series, আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামীকাল 12 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে। এই সিরিজের আওতায় কোম্পানি ভারতীয় বাজারে ফ্ল্যাগশিপ ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো স্মার্টফোন লঞ্চ করবে। বলে দি যে কোম্পানি লঞ্চের আগেই ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে। আসুন ভিভো এক্স200 সিরিজের দাম এবং স্পেসিফিকেশন কী হবে জেনে নেওয়া যাক।

Vivo X200 Series কখন এবং কবে হবে লঞ্চ

ভিভো এক্স200 সিরিজ আগামীকাল 12 ডিসেম্বর একটি লঞ্চ ইভেন্টে বাজারে চালু করা হবে। এই ইভেন্ট দুপুর 12টায় শুরু হবে।

আরও পড়ুন: 300 টাকার কম খরচে Jio এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, থাকছে প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং

ভারতে ভিভো এক্স200 সিরিজের দাম কী হবে

ভারতীয় বাজারে ভিভো এক্স200 ফোনটি 70,000 টাকার কম দামের সেগামেন্টে এবং ভিভো এক্স200 প্রো ফোনটি 90,000 টাকার কম দামের সেগামেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোনটি Amazon, Flipkart এবং কোম্পানির ওয়েবসাইট সহ রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে।

ভিভো এক্স200 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: এই সিরিজের দুটি স্মার্টফোনে কোয়াড-কার্ভড ডিসপ্লে হবে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এক্স200 প্রো ফোনটি টাইটেনিয়াম গ্রে এবং কসমস ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

প্রসেসর: স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট সহ আসবে যা 16GB LPDDR5X পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা হবে। এই সিরিজে এডভান্স V3+ ইমেজিং চিপ হবে, যা দুর্দান্ত ইমেজিংয়ের জন্য তৈরি করা হয়েছে। দুটি স্মার্টফোন Android 15 ভিত্তিক FunTouch OS 15 এ চলবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো এক্স200 প্রো ফোনে 200MP Samsung HP9 টেলিফটো ক্যামেরা থাকবে যা 3.7x অপটিকাল জুম সাপোর্ট করবে। এর সাথে 50MP Sony LYT 818 প্রাইমারি ক্যামেরা এবং 50MP Samsung JN1 আল্ট্রাওয়াইড ক্যামেরা হবে। দুটি মডেলে 32MP সেলফি ক্যামেরা থাকবে।

প্রো মডেলের কথা বললে, এক্স200 ফোনে Sony প্রাইমারি এবং Samsung আল্ট্রাওয়াইড ক্যামেরাও দেওয়া হবে। তবে এটি 50MP Sony IMX 882 টেলিফটো ক্যামেরা সহ আসবে, যা 3x অপটিকাল জুম সাপোর্ট করবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো এক্স200 সিরিজের ফোন সেমি-সলিড-স্টেট ব্যাটারি সহ আসা ভারতের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ দিতে ডিজাইন করা হয়েছে।

দুটি স্মার্টফোন 90W ফ্ল্যাশ চার্জ ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করবে। এক্স200 প্রো ফোনে থাকবে 30W ওয়্যারলেস চার্জিং ফিচার।

আরও পড়ুন: সবচেয়ে কম দামে OnePlus 12R 5G কেনার সুযোগ, 9000 টাকা সস্তায় মিলবে 16GB RAM, জানুন কোথায় পাবেন অবিশ্বাস্য ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :