Vivo X20, X20 Plus ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে চিনে লঞ্চ হল

Vivo X20, X20 Plus ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

Vivo X20 আর X20 Plus প্রিমিয়াম মিডরেঞ্জ স্মার্টফোন হবে, যা বেজেল-লেস ডিজাইন আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে, এই ফোনটি 18:9 নতুন ডিসপ্লে যুক্ত

Vivo ফুল ভিউ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo X20 আর X20 Plus এর ডিজাইন গত মাসে ভারতে লঞ্চ হওয়া V7+ এর মতনই। X20 আর X20 Plus কোম্পানির হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন।

X20 আর X20 Plus ফোনদুটির ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোন দুটি সেই সব ইউজারদের জন্য যারা বেজেল লেস ডিজাইন আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ পছন্দ করে। Vivo X20 ফোনটিতে 6.01  ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে যা ফুল HD+ 2160 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত। আর X20 Plus ফোনটিতে 6.43 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2160 x 1080p রেজিলিউশান যুক্ত। এর ডিসপ্লে পাতলা বেজেল লেস প্যাকেজে 18:9 অ্যাসপেক্ট রেশিও অফার করে।

Vivo X20 আর X20 Plus স্মার্টফোন দুটিতে কোয়াল্কমের অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 660 আছে। এই ফোনটির স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। দুটি ফোনেই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, যাতে একটি 12MP’র প্রধান সেন্সার দেওয়া হয়েছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত। আর দ্বিতীয় সেন্সারটি f/1.8 অ্যাপার্চার যুক্ত 5MP’র। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা কেমন তা একাবর দেখে নেওয়া যাক। এই ফোন দুটিতে 12MP’র ফ্রন্ট ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এটি নতুন বিউটিফিকেশান মোড যুক্ত।

Vivo X20 আর X20 Plus অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে চলে আর দুটি ফোনেই রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ফোনটি আনলক করার জন্য ফেসিয়াল রেকগনাইজেশান ফিচারও দেওয়া হয়েছে। এই দুটি ফোনর সব থেকে বড় পার্থক্য এদের ডিসপ্লে সাইজ আর ব্যাটারি ক্যাপাসিটির। X20 ফোনে 3245mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর সেখানে X20 Plus ফোনে 3905mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo X20 আর X20 Plus ফোন দুটি 30 সেপটেম্বর থেকে বিক্রি শুরু হয়েযাবে। X20 ফোনটির দাম 2,998 Yuan (প্রায় Rs 30,000) হবে আর সেখানে X20 Plus এর দাম 3,498 Yuan (প্রায় Rs 35,000) হবে। দুটি ফোন গোল্ড, রোজ গোল্ড আর ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর এখন Vivo এই দুটি ফোনকে চিনের বাইরে বিক্রি করার কথা ভাবেনি। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo