Vivo X100s, Vivo X100s Pro: 100W ফাস্ট চার্জিং এবং পেরিস্কোপ লেন্স সহ ভিভোর দুটি পাওয়ারফুল ফোন লঞ্চ, জানুন দাম কত

Updated on 14-May-2024
HIGHLIGHTS

Vivo কোম্পানি চীনে Vivo X100 Ultra এর পাশাপাশি Vivo X100s এবং X100s Pro স্মার্টফোনও লঞ্চ করেছে

এই দুটি ডিভাইসে 32MP সেলফি ক্যামেরা এবং 100W চার্জিং সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর দেওয়া

ভিভো এক্স১০০এস ফোনের দাম, 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 3,999 ইউয়ান রাখা হয়েছে

Vivo কোম্পানি চীনে Vivo X100 Ultra এর পাশাপাশি Vivo X100s এবং Vivo X100s Pro স্মার্টফোনও লঞ্চ করেছে। কোম্পানি তরফে শক্তিশালী ফোন ভিভো এক্স১০০এস এবং ভিভো এক্স১০০এস প্রো ফোনে দুর্দান্ত ফিচার অফার করেছে। এই দুটি ডিভাইসে 32MP সেলফি ক্যামেরা এবং 100W চার্জিং সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর দেওয়া। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ রয়েছে এই দুটি ফোনে।

Vivo X100s এবং Vivo X100s Pro ফোনের দাম কত

ভিভো এক্স১০০এস ফোনের দামের কথা বললে, এই ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 3,999 ইউয়ান রাখা হয়েছে। এটি ভারতীয় দাম অনুযায়ী প্রায় 47,000 টাকা হবে। ফোনের 16GB+256GB স্টোরেজের দাম 4,399 ইউয়ান, যা ভারতে 51,800 টাকায় কেনা যাবে। পাশাপাশি, 16GB+512GB স্টোরেজের দাম 4,699 ইউয়ান, যা ভারতে প্রায় 55,000 টাকায় কেনা যাবে। 16GB+1TB স্টোরেজের দাম 5,199 ইউয়ান, যা ভারতে প্রায় 61,000 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Infinix GT 20 Pro, GT Book: ভারেত গেমিং ফোন এবং ল্যাপটপ লঞ্চ করবে ইনফিনিক্স, জানুন লঞ্চের তারিখ কবে

এবার কথা ভিভো এক্স১০০এস প্রো ফোনের দামের। এতে 12GB RAM+256GB মডেলটি 4,999 ইউয়ান (প্রায় 58,900 টাকা) রাখা হয়েছে। এই ভাবেই 16GB+512GB মডেলের দাম 5,599 ইউয়ান, যা ভারতীয় দাম অনুযায়ী 65,900 টাকা হবে। ফোনের 16GB+1TB মডেলটি 6,199 ইউয়ান, ভারতে 72,900 টাকায় কেনা যাবে।

এই দুটি ডিভাইসে 32MP সেলফি ক্যামেরা এবং 100W চার্জিং সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর দেওয়া

ভিভো X100s এবং ভিভো X100s Pro ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী

ডিসপ্লে: ভিভোর দুটি নতুন ফোনে 6.78-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এক্স100 ফোনে ফ্ল্যাট প্যানেল দেওয়া এবং প্রো মডেলে কার্ভড স্ক্রিন রয়েছে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য দুটি ভিভো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ অক্টাকোর প্রসেসর পাওয়া যাবে।

ক্যামেরা: এক্স১০০এস ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 3X জুম সহ 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে।

পাশাপাশি, প্রো মডেলের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 4.3X জুম সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর দেওয়া।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দুটি ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর সাপোর্ট রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো এক্স১০০এস ফোনে 5100mAh এর বড় ব্যাটারি রয়েছে। পাশাপাশি, প্রো মডেলে 5400mAh ব্যাটারি সাপোর্ট করে।

আরও পড়ুন: Realme GT 6T Launch date: Snapdragon 7+ Gen 3 সহ ভারতের প্রথম স্মার্টফোন এই দিন হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :