Vivo X100, Vivo X100 Pro লঞ্চ, লেটেস্ট MediaTek Dimensity 9300 এবং 100W Zoom রয়েছে ফোনে, জানুন দাম কত

Vivo X100, Vivo X100 Pro লঞ্চ, লেটেস্ট MediaTek Dimensity 9300 এবং 100W Zoom রয়েছে ফোনে, জানুন দাম কত
HIGHLIGHTS

Vivo তার ফ্ল্যাগশিপ Vivo X100 Series চিনের বাজারে লঞ্চ করেছে

বাজারে এই স্মার্টফোনগুলি প্রথম যা লেটেস্ট MediaTek Dimensity 9300 চিপসেট সহ আনা হয়েছে

ভিভো X100 সিরিজের আওতায় দুটি ফোন আনা হয়েছে - Vivo X100, Vivo X100 Pro

Vivo X100, Vivo X100 Pro Launched: অবশেষে বহু অপেক্ষার পর মোবাইল সংস্থা Vivo তার ফ্ল্যাগশিপ Vivo X100 Series লঞ্চ করেছে। বাজারে এই স্মার্টফোনগুলি প্রথম যা লেটেস্ট MediaTek Dimensity 9300 চিপসেট সহ আনা হয়েছে। ভিভো X100 সিরিজের আওতায় দুটি ফোন আনা হয়েছে – Vivo X100, Vivo X100 Pro।

ভিভোর নতুন দুটি স্মার্টফোন অনেকটা একই রকমের, তবে কিছু বড় পার্থক্যও রয়েছে এতে। তবে বলে দি যে কোম্পানির নতুন সিরিজটি চিনের বাজারে চালু করা হয়েছে। এখানে নতুন ভিভো X100 সিরিজের এর প্রতিযোগিতা হবে Xiaomi 14 সিরিজের সাথে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ভিভো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

আরও পড়ুন: Amazing BSNL Plan: এত সস্তা প্রিপেইড প্ল্যান! 50 টাকার কম দামে একগুচ্ছ সুবিধা, জানুন এখানে

Vivo X100, Vivo X100 Pro দাম এবং বিক্রি

এখানে আমরা চীনে লঞ্চ হওয়া ভিভো X100 এবং ভিভো X100 Pro এর দামের তালিকা দিচ্ছি।

Vivo X100
Vivo X100, Vivo X100 Pro দাম এবং বিক্রি

Vivo X100 Price

  • 12GB/256GB স্টোরেজ – CNY 3,999 (45,675 টাকা)
  • 16/256GB স্টোরেজ – CNY 4,299 (49,102 টাকা)
  • 16/512GB স্টোরেজ- CNY 4,599 (52,528 টাকা)
  • 16GB/1TB স্টোরেজ – CNY 4,999 (57,097 টাকা)
  • 16GB/1TB (LPDDR5T) – CNY 5,099 (58,239 টাকা)
Vivo X100 Pro camera
Vivo X100 Price

Vivo X100 Pro Price

  • 12GB/256GB স্টোরেজ – CNY 4,999 (57,097 টাকা)
  • 16/256GB স্টোরেজ – CNY 5,299 (60,524 টাকা)
  • 16/512GB স্টোরেজ – CNY 5,499 (63,794 টাকা)
  • 16GB/1TB স্টোরেজ – CNY 5,999 (69,594 টাকা)

ভিভো X100 এবং X100 Pro দুটি স্মার্টফোনই 21 নভেম্বর থেকে চীনে বিক্রি করা হবে।

আরও পড়ুন: iQOO Neo 9 ফোনে থাকবে দুর্ধর্ষ ক্যামেরা সেন্সর! ফাঁস হল একাধিক তথ্য

Vivo X100, X100 Pro specifications

ভিভো X100 সিরিজের দুটি ফোনেই 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, 120Hz পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং HDR10+ রয়েছে। এছাড়া, এতে 3000 পিক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং ফিচার দেওয়া হয়েছে।

দুটি স্মার্টফোনই নতুন MediaTek Dimensity 9300 প্রসেসর সহ আনা হয়েছে, যার পিক ক্লক স্পিড 3.25GHz দেওয়া।

Vivo X100 launched_ Design
Vivo X100 Pro specifications

ভিভো X100 ফোনে 50MP মেইন ক্যামেরা, 3X অপটিক্যাল জুম সহ একটি 64MP পেরিস্কোপ টেলিফটো এবং একটি 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা সাপোর্ট রয়েছে৷ ভিভো X100 Pro ফোনে 50MP 1-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি 50MP 4.3X পেরিস্কোপ টেলিফোটো এবং একই 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে৷ দুটি ফোনেই 100X ডিজিটাল জুম সাপোর্ট রয়েছে, তবে সিরিজের প্রো মডেলে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

ব্যাটারির ক্ষেত্রে ভিভো X100 ফোনে 5000mAh ব্যাটারি সহ 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করা হয়েছে। এছাড়া ভিভো X100 প্রো ফোনে 5400mAh ব্যাটারি সহ 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি 100W ওয়্যারড চার্জিং রয়েছে।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ এই শক্তিশালী Android ট্যাবলেটের বিক্রি শুরু, জানুন কত দাম এবং ফিচার কী

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo