Vivo X100 Ultra এবং Vivo X100s ফোনের প্রথম লুক প্রকাশ্যে, স্টাইলিশ ডিজাইন এবং কালার ফাঁস

Vivo X100 Ultra এবং Vivo X100s ফোনের প্রথম লুক প্রকাশ্যে, স্টাইলিশ ডিজাইন এবং কালার ফাঁস
HIGHLIGHTS

Vivo তার X-Series এর আওতায় নতুন দুটি স্মার্টফোন Vivo X100 Ultra এবং Vivo X100s আনা হবে

লঞ্চের আগেই দুটি ডিভাইসের নতুন ফোনের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে

এতে ডিজাইন এবং কালার অপশনও দেখা যেতে পারে

Vivo তার X-Series এর আওতায় নতুন দুটি স্মার্টফোন আনতে চলেছে। এই সিরিজে Vivo X100 Ultra এবং Vivo X100s স্মার্টফোন আনা হবে। খবর অনুযায়ী, কোম্পানি এই দুটি ফোন চীনের বাজারে আসতে পারে, যা এই মাসেই লঞ্চ হবে।

লঞ্চের আগেই দুটি ডিভাইসের নতুন ফোনের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে। এতে ডিজাইন এবং কালার অপশনও দেখা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ভিভো ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।

আরও পড়ুন: মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! আগামীকাল শুরু হচ্ছে Amazon Summer Sale, এই দুটি ফোনে মিলবে ব্যাপক ছাড়

Vivo X100 Series-এর দুটি ফোনের পোস্টার প্রকাশ

ভিভো এক্স১০০ আল্ট্রা নিয়ে বলা হচ্ছে যে এটি গ্রে কালার অপশনে শোকেস করা হয়েছে। পাশাপাশি, ভিভো এক্স১০০এস ফোনটি গ্রিন কালার অপশনে প্রকাশ করেছে কোম্পানি।

Vivo X100 Ultra and Vivo X100s
ভিভো এক্স১০০ আল্ট্রা নিয়ে বলা হচ্ছে যে এটি গ্রে কালার অপশনে শোকেস করা হয়েছে

আপকামিং ভিভোর দুটি ফোনে রাউন্ড ক্যামেরা মডিউলের সেন্টারে Zeiss logo দেখা যাচ্ছে। তবে দুটি ফোনের ক্যামেরা সেটআপ কিছুটা আলাদা। দুটি ফোনেই ট্রিপল ক্যামেরা সেন্সর অফার করছে কোম্পানি। এতে প্রাইমারি ক্যামেরা ছাড়াও আল্ট্রা-ওয়াইড লেন্স এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

Vivo X100s ফোনে স্পেসিফিকেশন কী থাকবে

ডিসপ্লে: ভিভো এক্স১০০এস ফোনে কত বড় ডিসপ্লে দেওয়া হবে, সেই বিষয় জানা যায়নি। তবে এটি OLED ডিসপ্লে হবে। এতে ফুল HD+ রেজোলিউশন থাকতে পারে।

Vivo X100 Ultra and Vivo X100s
এই ভিভো ফোনে পুরানো মডেল X100 এর মতো ক্যামেরা দেওয়া যেতে পারে

প্রসেসর: লিক থেকে জানা গেছে যে আপকামিং ভিভো ফোনে MediaTek Dimenity 9300+ চিপসেট থাকবে।

ক্যামেরা: রিপোর্ট অনুযায়ী, এই ভিভো ফোনে পুরানো মডেল X100 এর মতো ক্যামেরা দেওয়া যেতে পারে। যার মানে এতে OIS সহ 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 3x অপটিক্যাল জুম সহ একটি OIS সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সাপোর্ট করতে পারে।

ব্যাটারি: ভিভো ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি এবং 100W ওয়্যারড চার্জিং দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Nokia G42 5G Price Cut: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নোকিয়া বাজেট ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo