Vivo X100 Series: DSLR ক্যামেরা দিতে এসে গেল ভিভোর পাওয়ারফুল ফোন, জানুন দাম এবং ফিচার
ভারতীয় বাজারে বহু প্রতীক্ষিত ক্যামেরা ফোন Vivo X100 সিরিজ লঞ্চ হয়েছে
এই সিরিজের আওতায় দুটি ফোন Vivo X100 এবং Vivo X 100 Pro আনা হয়েছে
কোম্পানির এই ফোনের বিশেষত্ব হল যে লেটেস্ট ডিভাইসে DSLR ক্যামেরা মতো ফিচার দেওয়া হয়েছে
Vivo X100 Series Price in India: ভারতীয় বাজারে বহু প্রতীক্ষিত ক্যামেরা ফোন ভিভো এক্স 100 সিরিজ লঞ্চ হয়েছে। এই সিরিজের আওতায় দুটি ফোন Vivo X100 এবং Vivo X 100 Pro আনা হয়েছে। কোম্পানির এই ফোনের বিশেষত্ব হল যে লেটেস্ট ডিভাইসে DSLR ক্যামেরা মতো ফিচার দেওয়া হয়েছে।
ভিভো কোম্পানি তার লেটেস্ট ফোনেও প্রতিবারের মতো ZEISS এর সাথে পার্টনারশিপ করেছে। নতুন ফোন দুটি ক্যামেরা সেগামেন্টে DSLR কে প্রতিযোগিতা দিচ্ছে। এছাড়া নতুন ভিভো ফোন 100X পর্যন্ত জুম সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Vivo X100 Series: Vivo X100 Pro এবং X100 ভারতে দাম, বিক্রি
ভারতে ভিভো এক্স100 স্মার্টফোন দুটি স্টোরেজ মডেলে চালু করা হয়েছে। তবে ভিভো এক্স100 প্রো ফোন শুধু একটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে।
Introducing the all-new #vivoX100Series, where cutting-edge technology meets path-breaking innovation to deliver the #NextLevelOfImaging. Powered with multiple professional focal lengths, every shot you take will tell a unique and compelling story.
— vivo India (@Vivo_India) January 4, 2024
Click the link below to… pic.twitter.com/D7g9IiK9iD
ভিভো এক্স100 স্মার্টফোনটি 12GB RAM+256GB মডেল 63,999 টাকায় কেনা যাবে। এছাড়া, 16GB+512GB স্টোরেজ মডেলটি 69,999 টাকায় পাওয়া যাবে।
ভিভো এক্স100 প্রো মডেলটি 16GB+512GB স্টোরেজের দাম 89,999 টাকা রাখা হয়েছে।
দুটি ফোনের প্রি-বুকিং আজ অর্থাৎ 4 জানুয়ারী থেকে শুরু হয়ে গিয়েছে। তবে ফোনের বিক্রি 11 জানুয়ারী 2024 থেকে শুরু হবে।
লঞ্চ অফার হিসেবে, ICICI এবং SBI কার্ডে 10 শতাংশ ছাড় দেওয়া হবে। এই দুটি প্রিমিয়াম স্মার্টফোন Flipkart, ভিভো স্টোর থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Reliance Jio New Plan: মাত্র 148 টাকার জিও প্ল্যানে একগুচ্ছ ডেটা সহ 12 OTT বিনামূল্যে!
Vivo X100 এবং X100 Pro ফোনের স্পেসিফিকেশন
ভিভো X100 এবং ভিভো X100 প্রো ফোনের কথা বললে, এতে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এতে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং HDR10+, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। ডিসপ্লেতে 2160Hz PWM ডিমিং সাপোর্ট করবে।
দুটি ফোনেই শক্তিশালী প্রসেসর MediaTek Dimensity 9300 পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে, ভিভো এক্স100 ফোনে Zeiss সাপোর্ট সহ OIS এবং LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX920 VCS বায়োনিক প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 64MP OIS, 100x পর্যন্ত ডিজিটাল জুম সহ টেলিফটো ম্যাক্রো লেন্স রয়েছে
ভিভো এক্স100 প্রো ফোনের কথা বললে, Zeiss সহ OIS এবং LED সহ 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, এবং একটি 50MP 1/2″ APO টেলিফটো ক্যামেরা OIS সহ, 100x পর্যন্ত ডিজিটাল জুম , ম্যাক্রো মোড ক্যামেরা ফিচার রয়েছে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দুটি ফোন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভো এক্স100 ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে, তবে ভিভো এক্স100 প্রো ফোনে 5400mAh ব্যাটারি পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile