Vivo X100 Series: 16GB RAM এবং টেলিফোটো ক্যামেরা সহ ভিভো-র প্রিমিয়াম সিরিজ আজ হবে লঞ্চ, জানুন কী থাকবে বিশেষ

Updated on 04-Jan-2024
HIGHLIGHTS

ভিভো তার নতুন ফ্ল্যাগশিপ সিরিজ অর্থাৎ Vivo X100 Series লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে

এই সিরিজ ভারতে আজ অর্থাৎ 4 জানুয়ারি লঞ্চ করা হবে

ভিভো এক্স100 সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Vivo X100 এবং Vivo X100 Pro লঞ্চ হবে

ভিভো তার নতুন ফ্ল্যাগশিপ সিরিজ অর্থাৎ Vivo X100 Series লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজ ভারতে আজ অর্থাৎ 4 জানুয়ারি লঞ্চ করা হবে। এই সিরিজের আওতায় দুটি ডিভাইস Vivo X100 এবং Vivo X100 Pro আনা হবে।

বলে দি যে লঞ্চের আগে থেকেই এই সিরিজের ডিভাইসগুলি বেশ চর্চায় রয়েছে। একাধিক লিক রিপোর্টে আপকামিং ফোনের অনেক ফিচার এবং স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনটি কখন লঞ্চ হবে এবং কী ফিচার থাকবে।

আরও পড়ুন: Recharge Plans Under Rs 200: এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ার সবচেয়ে সস্তা প্ল্যান, দাম 149 টাকা থেকে শুরু

কবে এবং কখন হবে লঞ্চ Vivo X100 Series

ভিভো এক্স100 সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Vivo X100 এবং Vivo X100 Pro লঞ্চ হবে। ফোনটি 4 জানুয়ারি 2024 অর্থাৎ আজ দুপুর 12 টায় বাজারে আসবে। ফোনের লঞ্চ ইভেন্টটি #xtremeimagination দিয়ে হাইলাইট করা হয়েছে।

কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং

নতুন ভিভো সিরিজের ফোনের লঞ্চ ইভেন্টটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যেতে পারে। এছাড়া এটি কোম্পানির ফেসবুক এবং এক্স (X) প্ল্যাটফর্ম সহ ভিভোর ইউটিউব চ্যানেল ভিভো X100 সিরিজের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

আরও পড়ুন: itel A70 Launched: 12GB RAM সহ বিশ্বের সবচেয়ে সস্তা ফোন ভারতে লঞ্চ, দাম 8000 টাকার কম

আপকামিং ভিভো ফোনে কী থাকবে ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, Vivo X100 প্রথম এমন স্মার্টফোন হবে, যা ইন্ডাস্ট্রির প্রথম ZEISS APO সার্টিফাইড টেলিফটো ক্যামেরা সহ আসবে।

এই সিরিজের দুটি ফোনেই 6.78-ইঞ্চি 120Hz LTPO AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের রেজোলিউশন 2800x1260p এবং 3000 nits পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

Vivo X100 Pro Camera

এই ফোনে প্রসেসর হিসেবে Dimensity 9300 প্রসেসর দেওয়া হয়েছে। এতে থাকবে PDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ। ফোনটি চলবে Android 14 অপারেটিং সিস্টেমে।

Vivo X100 series চারটি ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB স্টোরেজ, 16GB RAM+256GB, 16GB+512GB, 16GB+1TB স্টোরেজ সহ আনা হবে।

Vivo X100 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে

ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি 64MP পেরিস্কোপ টেলিফোট সহ আসবে। এছাড়াও 50MP আরও দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। Vivo X100 Pro ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। দুটি ফোনেই একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আপকামিং ভিভো স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 120W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার সহ আসবে। ভিভো X100 প্রো স্মার্টফোনের কথা বলতে গেলে, এটি 5400mAh ব্যাটারি এবং 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার সহ আনা হয়েছে।

আরও পড়ুন: Redmi Note 13 5G: 200MP ক্যামেরা এবং 120W সহ রেডমি ফোনের দাম লঞ্চের আগে ফাঁস, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :