চিনা স্মার্টফোন কোম্পানি ভিভো তার আপকামিং ফোন Vivo X100 Series-এর লঞ্চের ঘোষনা করে দিয়েছে। এই সিরিজের আওতায় তিনটি ফ্ল্যাগশিপ মোবাইল Vivo X100, Vivo X100 Pro এবং Vivo X100 Pro Plus বাজারে আনা হবে। স্মার্টফোন কোম্পানি চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Webio তে এই বিষয় জানিয়েছে।
আসুন জেনে নেওয়া যাক ভিভো X100 সিরিজের ফোনে কী ফিচার থাকবে এবং কত দাম হবে।
আরও পড়ুন: IND vs SL World Cup 2023: সপ্তম জয়ের লক্ষ্যে ভারত, কোথায়-কখন দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ? জানুন
দামের কথা বললে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভিভোর আপকামিং সিরিজের দাম 45000 টাকা থেকে শুরু হবে।
কোম্পানি ভিভো X100 ফোনটি 12GB RAM+256GB স্টোরেজ অপশনে আনা হবে।
এই ফোনের লঞ্চ ডেটের কথা বললে, আপকামিং ফোনগুলি 13 নভেম্বর 13 নভেম্বর সন্ধ্যা 7 টায় চীনে লঞ্চ হবে, যা ভারতে বিকাল 4:30 টায় লঞ্চ হবে।
আরও পড়ুন: 90 দিনের ভ্যালিডিটি সহ আসে Vodafone-Idea এর এই দুটি প্রিপেইড প্ল্যান, রয়েছে আনলিমিডে কলিং-ডেটা
ফিচারের কথা বললে, Vivo X100 ফোনটি Vivo X90 সিরিজের সাক্সেসার হিসেবে আনা হবে। লঞ্চের আগেই ফোনের একাধিক ফিচার রিপোর্ট সামনে এসেছে। Vivo X100 সিরিজের স্মার্টফোনে কার্ভড এজ OLED প্যানেল ডিসপ্লে ব্যবহার করা যাবে। এতে রিপল গ্লাস ফিনিশ ডিজাইন পাওয়া যাবে।
আপকামিং ভিভো ফোনে বেস মডেল Vivo X100 একটি 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ দেওয়া যেতে পারে। তবে অন্য দুটি মডেলে বেস মডেলের তুলনায় বড় ডিসপ্লে দেওয়া যেতে পারে। তিনটি ফোনই 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকতে পারে।
ভিভো X100 এবং X100 প্রো ফোনে প্রসেসর হিসেবে মিডিটাটেক ডায়মেনসিটি 9300 অক্টা-কোর প্রসেসর দেওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রো প্লাস মডেলে Snapdragon 8 Gen 3 চিপসেট পাওয়া যাবে।
ভিভো X100 সিরিজের ফোনে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। Vivo X100 এবং X100 Pro ফোনে ট্রিপল ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: Upcoming iQoo Smartphone: স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর সহ ভারতে আসবে আইকিউ 12, এই দিন হবে লঞ্চ