200MP ক্যামেরা সহ লঞ্চ হবে নতুন Vivo Phone! জানুন আর কী থাকবে ফিচার

Updated on 15-Nov-2023
HIGHLIGHTS

Vivo X100 এবং Vivo X100 Pro স্মার্টফোন চিনের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে

এই সিরিজে তৃতীয় স্মার্টফোনে শীঘ্রই আসতে পারে বলে আশা করা হচ্ছে

আপকামিং ফোনটি Vivo X100 Pro+ হতে পারে

Vivo X100 এবং Vivo X100 Pro স্মার্টফোন চিনের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনগুলি 16GB RAM এবং MediaTek Dimensity 9300 প্রসেসর সহ আনা হয়েছে। এই দুটি পাওয়ারফুল মোবাইলের পর কোম্পানির এই সিরিজে তৃতীয় স্মার্টফোনে শীঘ্রই আসতে পারে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি Vivo X100 Pro+ হতে পারে।

ভিভো এক্স100 প্রো প্লাস মডেলের একাধিক তথ্য সামনে এসেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ভিভো ফোনটি কেমন হবে।

আরও পড়ুন: Prepaid Plan: 6 মাসের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা Vi প্রিপেইড প্ল্যান, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ অফার

Vivo X100 Pro+ কবে হবে লঞ্চ

Vivo X100 Pro+ leaked

ভিভো X100 এবং ভিভো X100 প্রো চিনের বাজারে আনা হয়েছে, যা আগামী সপ্তাহে গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। অনুমান করা হচ্ছে যে কোম্পানি আপাতত এই সিরিজের প্রো প্লাস মডেল বাজারে আনবে না। Vivo X100 Pro+ আগামী বছর অর্থাৎ 2024 বছরের প্রথম ছয় মাসে লঞ্চ হতে পারে।

কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে ভিভো তার এই ফোনটি Oppo Find X7 Pro এবং Xiaomi 14 Ultra লঞ্চ করার পরেই বাজারে আনবে করবে।

Vivo X100 Pro+ লিক স্পেসিফিকেশন

লিক থেকে জানা গিয়েছে যে ভিভো X100 প্রো প্লাস স্মার্টফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ বাজারে এন্ট্রি করবে। এটি একটি পেরিস্কোপ লেন্স হতে পারে, যা 10X অপটিক্যাল জুম ক্ষমতা সহ আসবে। তবে এর সাথে ফোনে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সও দেখা যাবে। আশা করা হচ্ছে যে এই দুটি সেন্সর Sony IMX হতে পারে।

Vivo X100 Pro camera

আরও পড়ুন: 12 ডিসেম্বর ভারতে আসছে iQOO 12 5G, লঞ্চের আগেই Amazon-এ লাইভ হল মাইক্রোসাইট

ফোনের অন্যান্য লিক অনুযায়ী Vivo X100 Pro+ ফোনটি 6.78 ইঞ্চি বড় স্ক্রিন দেওয়া যেতে পারে। লিক অনুযায়ী, এতে একটি পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে থাকবে যা কার্ভড AMOLED প্যানেলে তৈরি করা হবে এবং এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।

প্রসেসর হিসেবে আপকামিং ফোনটি কোয়ালকম এর সবচেয়ে নতুন এবং সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট Snapdragon 8 Gen 3 দেওয়া যেতে পারে।

খবর অনুযায়ী, ভিভো ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা যেতে পারে। তবে স্টেরেজ হিসেবে 1TB স্টোরেজ থাকতে পারে।

আরও পড়ুন: WhatsApp New Feature: আর কেউ দেখতে পারবে না আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট! এসে গেল দুর্দান্ত ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :